English Version
আপডেট : ৮ মার্চ, ২০১৬ ১৪:৪৭

বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়েই লাভ গেমস

নিজস্ব প্রতিবেদক
বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়েই লাভ গেমস

শরীরী খেলা আর বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়েই লাভ গেমস কাহিনি।  বলিউডে বঙ্গললনার উদ্দাম যৌন-প্রেম। আর সেই ছবি নিয়ে এখন উত্তাপে বলিউড। সেই উত্তাপের বহর এতটাই যে মামলা গড়িয়েছিল আদালতে।

৮ এপ্রিল মুক্তি পেতে চলেছে, মহেশ ভট্ট ও মুকেশ ভট্ট-এর ছবি ‘লাভ গেমস’। যদিও, শেষমেশ একটি শব্দের কাট ছাড়া গোটা ছবিটাই আনকাটে ‘এ’ সার্টিফিকেট নিয়ে মুক্তি পাচ্ছে।

লাভ গেমসের মূল চরিত্র পত্রলেখা পাল। ‘সিটি লাইটস’-এ এর আগে এক গ্রাম্য বধূর চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল তাঁর রিয়্যাল লাইফ লিভ-ইন পার্টনার কাম প্রেমিক রাজেশ্বর রাও-এর উল্টোদিকে। এর আগে পাওলি দাম ভট্ট ক্যাম্পে ‘হেট স্টোরি’ ছবিতে খুল্লমখুল্লা শরীরী আবেদনে বক্স অফিসে ঝড় তুলে দিয়েছিলেন।

এবার পত্রলেখা পাল সেই ঝড় ফের তুলতে সমর্থ হন কি না, সেটাই এখন দেখার।  

ভিডিও