English Version
আপডেট : ৮ মার্চ, ২০১৬ ১২:৪৪

নারীদের প্রতি শাহরুখের মেসেজ

অনলাইন ডেস্ক
নারীদের প্রতি শাহরুখের মেসেজ

আজ মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস। সেই স্মৃতি আরও এক বার শেয়ার করলেন বলিউড বাদশা শাহরুখ খান। ক্যারিয়ারের শুরু থেকেই সিনেমায় নায়ক হিসেবে তাঁর নাম সকলের আগে দেখানো হত। কিন্তু ‘চেন্নাই এক্সপ্রেস’ থেকে সেই ফর্মুলা বদলে ফেলেছেন শাহরুখ খান। লিঙ্গ বৈষম্য থেকে বেরিয়ে আসার একটি যুগান্তকরী পদক্ষেপ নেনে তিনিই প্রথম। 

আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিনি নারীদের জন্য একটি স্পেশাল মেসেজ দিয়েছেন। কী ছিলো সেই মেসেজে নিজেই পড়ুন। নায়কের কথায়, “আমি প্রত্যেক মহিলাকে সম্মান করি। পৃথিবীতে নারীরা আরও বেশি সম্মান এবং স্বাধীনতা পাক সেটাই আমি চাই।”

তিনি আরও জানান, মা, বান্ধবী, সহ-অভিনেত্রী, স্ত্রী, মেয়ে—সকলের কাছ থেকেই শিখেছেন তিনি। আর এই সুন্দরীরা ছিলেন বলেই তাঁর চলার পথ আজ এত মসৃণ।খবর: আ.বাজার।