English Version
আপডেট : ৭ মার্চ, ২০১৬ ১৩:৩৫

আনড্রেসড রিয়্যালিটি নিয়ে হৈ-চৈ

অনলাইন ডেস্ক
আনড্রেসড রিয়্যালিটি নিয়ে হৈ-চৈ

অস্বস্তিকর। কিন্তু এটাই বাস্তব রিয়্যালিটি। আপাতত এই নয়া রিয়্যালিটি শো’র আগমন নিয়ে হৈ-চৈ পড়ে গিয়েছে ব্রিটেনে।

মার্কিন মুকুল থেকে ‘‘আনড্রেসড’’ আসছে বিলেতে। কী হবে এই শোতে? দু’জন আসবেন ব্লাইন্ড ডেটে। তাঁদের নিয়ে যাওয়া হবে একটি বন্ধ ঘরে। সেখানে থাকবে একটি বিছানা। এবং একটি এলইডি স্ক্রিন। দু’জনকে নগ্ন হতে হবে প্রথম দর্শনেই।

তার পরে স্ক্রিন-এ আসতে থাকে একে একে নির্দেশ। সেইমতো কাজ করে যেতে হবে দু’জনকে। কেমন হবে এই রিয়্যালিটি শো?

দেখুন ভিডিও