English Version
আপডেট : ৭ মার্চ, ২০১৬ ১২:৩৭

বিয়ের ব্যাপারটা উড়িয়েই দিলেন বিপাশা

অনলাইন ডেস্ক
বিয়ের ব্যাপারটা উড়িয়েই দিলেন বিপাশা
বিয়ের ব্যাপারটা উড়িয়েই দিলেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। । অভিনেতা করণ সিংহ গ্রোভারের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা অস্বীকার করলেন তিনি।
 
এক টুইটে বিপাশা বলেন, 'অনেকদিন ধরেই এ ধরনের কথা শুনে আসছি। এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার! তাই ইচ্ছে হলে আমার বিয়ের খবর নিজেই বলব ঠিক সময়।'
 
সদ্যবিবাহিত প্রীতি জিনতাও কিছুদিন আগে এভাবেই রেগে গিয়েছিলেন তার বিয়ের খবরের প্রচার শুনে। কিন্তু শেষমেশ চুপিসারেই বিয়েটা সেরে ফেলেন তিনি। বিপাশাও কি একই পথে হাঁটবেন?
 
ডিনো মারিয়ার সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর বলিউডের বাঙালি অভিনেত্রী বিপাশার জীবনে এসেছিলেন অভিনেতা জন আব্রাহাম। জনের সঙ্গে সে সময় 'লিভ টুগেদার'ও করতেন তিনি। তবে সে সম্পর্কও টেকেনি। এখন করণ সিং গ্রোভারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বিপাশা। একসঙ্গে ছুটি কাটাতে একাধিকবার বিদেশেও গেছেন দু'জনে।