English Version
আপডেট : ৬ মার্চ, ২০১৬ ১৪:০৫

টু-পিসে বিন্দাস জেনিফা

অনলাইন ডেস্ক
টু-পিসে বিন্দাস জেনিফা

নীল সাগরের বুকে মৎস্যকন্যা ছুটির মেজাজে রয়েছেন হলিউড তারকা জেনিফার লরেন্স। ব্রাহ্‌মসে এখন ছুটি কাটাচ্ছেন অস্কার জয়ী বছর পঁচিশের এ অভিনেত্রী।

ছোট্ট টু-পিসে ছুটির মেজাজ। নীল সমুদ্রে বিকিনিতে উন্মুক্ত শরীরী বিভঙ্গ সে ছবি ক্যামেরাবন্দিও করেন পাপারাৎজির দল। কখনও পানীয় মুখে ঢালছেন, কখনও আবার তা ছুড়ে দিচ্ছেন নীল সাগরে। বোঝা গেল জেনিফার এখন বিন্দাস ছুটির মেজাজে। স্কুবা ডাইভিং-এও মাততে দেখা যায় তাঁকে।

মুক্ত খোঁজার মতো সাগরের তলদেশ থেকে তুলে আনলেন কোরাল। বোটের উপরে সেই জীবন্ত কোরালের ঘোরাফেরাও প্রত্যক্ষ করলেন  জেনিফার। স্কুবা ড্রাইভিং শেষ হতেই সাগর জলে সাঁতারও কাটলেন। কাছে-পিঠে নয়, সাগর-পাড়ে বসেই সে ছবি বন্দি হল ক্যামেরায়।

আর সুন্দরী জেনিফার সে সবের যে কিছুই জানতেন না এমনটা কিন্তু তাঁর আচার-আচরণে ধরা পড়েনি। বোটের উপরে প্রকাশ্যে যেভাবে শাওয়ার নিলেন, তাতে পাপারাৎজিদের আনচান আরও বাড়িয়েই দিলেন জেনিফার। খবর এবেলা