English Version
আপডেট : ২ মার্চ, ২০১৬ ১৭:৪৫

সানিকে রুখতে পর্নো সিনেমায় রাখি

নিজস্ব প্রতিবেদক
সানিকে রুখতে পর্নো সিনেমায় রাখি
সানি লিওনের ওপর রাগ কিছুতেই কমছে না রাখি সাওয়ান্তের। সানিকে ক্রমাগত আক্রমণ প্রকাশ ফের ঘটালেন রাখি।
 
রাখির বক্তব্য, 'আমি সানিকে রুখতে পর্নো সিনেমায় নামব সেটা আগেই বলেছিলাম। এবার বলছি আমি পর্নো সিনেমা করলে সানির থেকে লোকে আমায় বেশি দেখবে।' সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রাখি সাওয়ান্ত। তিনি বলেন, দেশের যুবসমাজকে গোল্লায় পাঠাচ্ছেন সানি লিওন। সঙ্গে পরদেশীয়া গার্ল এ-ও দাবি করেন, দেশের সংস্কৃতিকে ধ্বংস করছেন সানি। রাখি যখন শোনেন আমির খান সানি লিওনের সঙ্গে কাজ করতে চান তখন বেজায় চটেছেন।
 
সেই রাগের মাথায় রাখি বলেছেন, সানি আমির তোমার সঙ্গে কাজ করবে এর পাশাপাশি আরও একটা ভালো খবর দিই। আমি পর্নো তারকা হব। খুব তাড়াতাড়ি দেখবে আমি পর্নো সিনেমায় অভিনয় করব। কিন্তু কেন পর্নো সিনেমায় নামবেন তিনি? রাখি বলেন, একজন পর্নো তারকাকে মোকাবিলা করতে আমাকেও পর্নোতারকা হওয়া ছাড়া উপায় নেই।
 
ওই সাক্ষাৎকারেই সানি লিওনেকে ভারত ছাড়তে বলেন রাখি। সূত্র: জিনিউজ