English Version
আপডেট : ২ মার্চ, ২০১৬ ১৫:৪৭

আবারও সানি লিওনের ভিডিও ফাঁস! (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
আবারও সানি লিওনের ভিডিও ফাঁস! (ভিডিওসহ)

 

যথারীতি এবারো ফাঁস হয়ে গেল সানির ভিডিও গান। বারবারই কেন জানি সেই হিট গানগুলোর ভিডিও ফাঁস হয়ে যায়। এবারও তার ব্যতিক্রম হল না!

এর আগেও বর্তমান জনপ্রিয় সঙ্গীতশিল্পী কনিকা কাপুরের সাথে ভালোই ক্যামেস্ট্রি জমেছে ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওনের। তারা একসঙ্গে করেছেন বেবি ডল, পিঙ্ক ক্লিপস, এবং দেশি লুক-এর মত বেশ কিছু জনপ্রিয় গান। কিন্তু দুঃখের বিষয় কনিকার করা সানি লিওনের ওই গানগুলোর ভিডিও প্রকাশের আগেই ফাঁস হয়ে গিয়েছিল। ওই গানগুলোর পর ফের কনিকা-সানি একসাথে, তবে এবার সিনেমার গান না হলেও ফের সানির জন্য কনিকা গাইলেন একটি কমার্শিয়াল জিঞ্জেলসে।

গানটি মরুভূমিতে শুট করা হয়েছে। প্রকাশ পেয়েছে সেই শুটিংয়ের ভিডিও। ভিডিওতে কোরিওগ্রাফার রাজীব স্রুতিকেও দেখা গেছে। এই জিঙ্গলসটিও বানিয়েছেন মিতব্রোজ়অঞ্জন।

ফাঁস হওয়া সানির ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন