English Version
আপডেট : ২ মার্চ, ২০১৬ ১১:২৩

বিবাহ বন্ধনে আবদ্ধ প্রীতি

নিজস্ব প্রতিবেদক
বিবাহ বন্ধনে আবদ্ধ প্রীতি
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার সঙ্গে প্রেমিক জেন গুডএনাফের বিয়ের খবর নিশ্চিত করেছেন কবির বেদি। টুইটারে প্রীতি জিনতাকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
 
প্রীতি বিয়ের প্রস্তুতির জন্য লস অ্যাঞ্জেলসে তার কাছের বন্ধু সুসান খান ও ডিজাইনার সুরিলি গোয়েল। টুইটারে কবির বেদি একটি পোস্টে প্রীতির বিয়েতে শুভকামনা জানিয়ে বলেন, বন্ধু প্রীতিকে লস অ্যাঞ্জেলসে জেন এর সঙ্গে বিয়েতে অনেক অভিনন্দন।
 
তোমাদের জন্য আমার আশীর্বাদ রইলো। জানা গেছে অনাড়ম্বর অনুষ্ঠানে শুধু প্রীতির পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেস।