English Version
আপডেট : ১ মার্চ, ২০১৬ ১৮:০৬

সেই নারী আমাকে সপাটে চড় মারেন: শাহরুখ

অনলাইন ডেস্ক
সেই নারী আমাকে সপাটে চড় মারেন: শাহরুখ

 

না এটা কোন সিনেমার দৃশ্য নয়। সত্যি সত্যিই যাত্রী ভরা ট্রেনের কামরায় বলিউড বাদশা শাহরুখ খানের গালে সপাটে চড় দিয়েছিলেন এক নারী। ভরা ট্রেনের মধ্যে সুপারস্টারের গালে চড় মেরেও কোনও হেলদোল নেই ওই মহিলার! তবে তখনও শাহরুখ সুপারস্টার নন। বলিউড বাদশার মুকুটও পরেননি। সে সময় ঠিক এমনটাই ঘটেছিল। যখন কাজের খোঁজে সদ্য মুম্বই এসেছিলেন কিং খান। কয়েক বছর আগের এই ঘটনাই সম্প্রতি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন নায়ক।

সম্প্রতি ‘ফ্যান’-এর প্রমোশনে ভক্তদের সঙ্গে নিজের ফিল্মি কেরিয়ারের জার্নির কথা শেয়ার করছিলেন শাহরুখ। সেখানে তিনি বলেন, প্রথম মুম্বইতে এসে ট্রেনে চড়েছিলাম। ওটা যে লোকাল ট্রেন তা জানতাম না। আমি ট্রেনে উঠে দেখি, সকলে সিটে বসে আছেন। আমি তখন বলি, আমার সিট ছেড়ে দিন। আমি টিকিট কেটে এটা বুক করেছি। সেখানে একজন মহিলাও বসেছিলেন। আমি তাকে বলি, আপনি বসতে পারেন, কিন্তু কোনও পুরুষকে আমি এখানে অ্যালাও করব না। তখন ওই মহিলা উঠে দাঁড়িয়ে সপাটে আমাকে চড় মারেন। তার পর বলেন, এটা লোকাল ট্রেন। ফলে এই সিটটা সকলের। এত দিন পর চড় খাওয়ার স্মৃতি মনে করতে গিয়ে এক বার নিজের গালে আদরে হাতও বুলিয়ে নেন শাহরুখ খান।