English Version
আপডেট : ১ মার্চ, ২০১৬ ১৪:১৩

শাহরুখ খানের আপকামিং মুভি ‘ফ্যান’ (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
শাহরুখ খানের আপকামিং মুভি ‘ফ্যান’ (ভিডিওসহ)

 

আগামী ১৫ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে বলিউড বাদশার পরবর্তী ছবি ‘ফ্যান’। ছবিতে শাহরুখ এবং তার পাগল ফ্যান— এই দুই ভূমিকাতেই অভিনয় করছেন শাহরুখ। পরিচালক মণীশ শর্মার এই ছবিটি নিয়ে ইতিমধ্যেই বলিউড বাদশার ভক্তকূল অধীর আগ্রহে দিন কাটাচ্ছে। ছবিটির ভাবনা এমনিতেই মুগ্ধ করেছে বলিউডের অসংখ্য ভক্ত এবং ফিল্ম সমালোচকদের। তার উপর সম্প্রতি প্রকাশিত কিছু মিউডিক ভিডিও এবং কিছু প্রমোশনাল ভিডিও ক্লিপের দৌলতে ছবিটির যে কয়েক ঝলক সামনে এসেছে তাতে ফিল্ম স্টার এবং তার ফ্যানের ভূমিকায় শাহরুখের অভিনয় এবং মেক আপ এক কথায় দুর্দান্ত।

এর মধ্যেই মুক্তি পেয়েছে ‘ফ্যান’-এর অফিসিয়াল ট্রেলর। যা দেখার পর দেশ-বিদেশ মিলিয়ে শাহরুখের অসংখ্য ভক্ত ছবিটির টিকিটের আগাম বুকিংয়ের কথাও ভাবতে শুরু করেছেন। দেখে নেওয়া যাক যশ রাজ ব্যানারের এই ফিল্মটির অফিসিয়াল ট্রেলরটি।