English Version
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:০১

চুম্বন দৃশ্যে অভিনয়ের জন্য বউকে ফুল মার্কস দিলেন সাইফ!

অনলাইন ডেস্ক
চুম্বন দৃশ্যে অভিনয়ের জন্য বউকে ফুল মার্কস দিলেন সাইফ!

 

আর যাই করি না কেন, বিয়ের পর পর্দায় চুমু খাব না— সাইফ আলি খানকে বিয়ে করার পর এমনই ধনুকভাঙা পণ করেছিলেন বেগমসাহেবা। কিন্তু প্রতিজ্ঞা ভেঙে তার নতুন হিরো অর্জুন কপূরকে বেশ রোম্যান্টিক চুমু খেয়েছেন নায়িকা।চুমু নিয়ে নবাব সাইফ আলী খান-করিনার মি‌উচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তো আগেই ভেঙেছে। ‘কি অ্যান্ড কা’তে অর্জুন কপূরকে বেশ রোম্যান্টিক চুমু খেয়েছেন বেবো। আর তা নিয়ে বিন্দুমাত্র আপত্তি নেই সাইফের। বরং খুশি মনেই মেনে নিয়েছেন বউয়ের অনস্ক্রিন চুমু।

কেন জানেন? কারণ ফের একটি মি‌উচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করেছেন কাপুর দম্পতি। করিনা বলেছেন, সাইফ অন্য মহিলাকে অনস্ক্রিন চুমু খেলে তারও কোনও আপত্তি নেই। সেই খুশিতেই নাকি অর্জুন-করিনার চুমুকে ফুল মার্কস দিচ্ছেন সাইফ!

এই ছবিতে হাউস হাজব্যান্ড অর্জুন আর অ্যাম্বিশাস করিনার জুটি ইতিমধ্যেই পছন্দ করছেন দর্শকরা। আর বালকির পরিচালনায় ছবিটি মুক্তি পাবে আগামী ১ এপ্রিল।