English Version
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:০৫

জেলে বসে কত টাকা উপার্জন করলেন মুন্নাভাই?

অনলাইন ডেস্ক
জেলে বসে কত টাকা উপার্জন করলেন মুন্নাভাই?

 

নিজের অভিনেতা জীবনে বোধহয় কোনওদিন এত কম পারিশ্রমিক নিয়ে বাড়ি ফেরেননি তিনি!! বৃহস্পতিবারই পুণের ইয়েরওয়াড়া জেল থেকে ছাড়া পাচ্ছেন ‘মুন্নাভাই্’ খ্যাত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। তা এতদিন জেলে দন্ড ভোগ করতে করতে কত টাকা উপার্জন করলেন তিনি? যারা বলিউডের টুকটাক খবরাখবরও রাখেন, তাঁরাও নিশ্চয়ই আনুমানিক কয়েক কোটির কথা বলবেন। 

কিন্তু মুন্নাভাইয়ের ভক্তরা দুঃখ পেলেও এটাই সত্যি যে জেলে থাকার সময় দৈনিক মাত্র ৩৫ টাকা পারিশ্রমিক ধার্য্য হয়েছিল এই বলিউড তারকার জন্যে। ২০১৫ সালের ১লা সেপ্টেম্বর থেকে এই পারিশ্রমিক বেড়ে হয় ৫০ টাকা। পাঁচ বছরের কয়েদি জীবনে আংশিক-দক্ষ শ্রমিকের তালিকাভুক্ত সঞ্জুবাবা জেলের পারিশ্রমিক বাবদ মোট ৩৮ হাজার টাকা উপার্জন করেছেন।

বৃহস্পতিবারই পুণের ইয়েরওয়াড়া জেল থেকে ছাড়া পেলেও সব টাকা নিয়ে বাড়ি ফিরতে পারছেন না মুন্নাভাই। কারণ জেলে থাকাকালীন দৈনিক ব্যবহারের জন্যে সঞ্জয় যে জিনিসগুলি নিয়েছিলেন, তার দাম বাবদ অধিকাংশ টাকাই কেটে নেওয়া হয়েছে। ফলে, মাত্র সাড়ে চারশো টাকা নিয়ে বাড়ি ফিরছেন সঞ্জুবাবা! নিজের অভিনেতা জীবনে বোধহয় কোনওদিন এত কম পারিশ্রমিক নিয়ে বাড়ি ফেরেননি মুন্নাভাই।

তবে বিচার চলাকালীন ৫৪৮ দিন এবং প্যারোলে মুক্ত থাকাকালীন আরও ২৫৬ দিনের মজুরি পাননি তিনি।