English Version
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:১০

পড়শিকে কেউ নামিয়ে দেয়নি

নিজস্ব প্রতিবেদক
পড়শিকে কেউ নামিয়ে দেয়নি

নাটোরের কনসার্টে দর্শক পড়শিকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছেন এমন অভিযোগ বানোয়াট বলে জানান জনপ্রিয় সঙ্গীতশিল্পী পড়শি।

জানা যায়, নাটোরের বড়াইগ্রামে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলারদের আমন্ত্রণে সেখানকার পৌরসভা মাঠে পড়শি গত ২২ ফেব্রুয়ারি রাতে এক কনসার্টে গিয়েছিলেন। কনসার্ট মঞ্চে পড়শি গান গাইতে আসার পর দর্শকদের মধ্যে চিৎকার শুরু হয়। ৪টা গান গাওয়ার পর দর্শকদের বাজে মন্তব্যের কারণে পড়শি মঞ্চ থেকে নেমে যান।

সঙ্গীতশিল্পী পড়শি বলেন, আমি নিজেই টেকনিক্যাল সমস্যার জন্য নাটোরের কনসার্ট মঞ্চ থেকে নেমে গেছি। কেউ তাকে নামিয়ে দেননি।

তিনি আরও বলেন, কনসার্টে যেসব ইন্সট্রুমেন্ট নেওয়া হয়েছিল তা ঠিকভাবে পরিচালনের জন্য ২২০ ভোল্টের জেনারেটর প্রয়োজন। কিন্তু আয়োজকদের পক্ষ থেকে ১৮০ ভোল্টের জেনারেটরের ব্যবস্থা করা হয়। যার জন্য গান করার সময় ভোল্টেজ আপ-ডাউন করছিল।
 
এরপরও এভাবে  প্রায় ৪টি গান করি। কিন্তু এভাবে বেশি সময় গান গাওয়া সম্ভব ছিল না। তাই মঞ্চ থেকে দর্শকদের বিষয়টি জানিয়ে নেমে আসি। আমাকে কেউ নামিয়ে দেয়নি। দর্শকরা আমার গান শুনতে না পেরে চিৎকার করেছে।