English Version
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:৪৬

‘ফেলুদা’র চরিত্রে সৌরভ গাঙ্গুলী?

অনলাইন ডেস্ক
 ‘ফেলুদা’র চরিত্রে সৌরভ গাঙ্গুলী?

 

সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি গোয়েন্দা ‘ফেলুদা’ কে নিয়ে নতুন ছবির জন্য হন্য হয়ে ‘ফেলুদা’ খুঁজছেন ছেলে সন্দ্বীপ রায়। কিন্তু কেন? ফেলুদা তো আছেনই। আবীর চট্টোপাধ্যায়। হঠাৎ কী এমন ঘটল? আসলে আবীর চট্টোপাধ্যায় একই সঙ্গে ব্যোমকেশ ও ফেলুদা করার পর থেকে দর্শকদের মধ্যে নাকি আপত্তি উঠছে। খবর আনন্দবাজারের।

সন্দ্বীপ রায় বলেন, একই মানুষ ফেলুদা আর ব্যোমকেশ দুটো চরিত্রে অভিনয় করছে, এটা আমারও খারাপ লাগে। শুধু আমারই নয়। আমি তো কেবল আমার ভাল লাগার জন্য ছবি করি না। দর্শকেরও একই মানুষকে ব্যোমকেশ আর ফেলুদা ভাবতে অসুবিধে হচ্ছে।

এর আগে ‘ব্যোমকেশ ফিরে এল’ ও ‘বাদশাহি আং‌টি’ রিলিজ করেছিল একই দিনে। ১৯ ডিসেম্বর ২০১৪। ফেলুদা না ব্যোমকেশ? কোন ইমেজে আবীরকে তারা বেশি মনে রাখবেন? সমস্যার শুরু এখান থেকেই। অনেকে আবার ফেলুদা হিসেবে যিশু সেনগুপ্তর কথাও ভেবেছেন। অঞ্জন দত্তর ‘ব্যোমকেশ বক্সী’ করার পর যিশুও একই দোষে দুষ্ট।

এ দিকে ফেলুদা প্রকাশের পঞ্চাশ বছরে ফেলুদার দুটো গল্প নিয়ে একটা ছবি করার প্ল্যানই শুধু নয়, চিত্রনাট্য লিখতে শুরু করে দিয়েছেন পরিচালক। কিন্তু ফেলুদা পাওয়া যাচ্ছে না। বাঙালিদের মধ্যে ছ’ফুট দু ইঞ্চি উচ্চতা, টিকোলো নাক, বুদ্ধিদীপ্ত চেহারা খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়ছে। এর আগে ফেলুদা হিসেবে সাবেক ক্রিকেটার ‘প্রিন্স অব ক্যালকাটা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা ভেবেছিলেন ঋতুপর্ণ ঘোষ। শুধু ঋতুপর্ণই নন, সৃজিত মুখোপাধ্যায় এমনকী সন্দীপ রায়েরও মনে হয়েছে সৌরভ ‘আইডিয়াল ফেলুদা’। কিন্তু সৌরভ নিজে বাংলা ছবিতে অভিনয় করতে এখনো রাজি হননি।

ডবল ফেলুদার প্রযোজক ইরস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে জানানো হয় চরিত্র নির্বাচন সম্পূর্ণ পরিচালকের বিষয়। তাদের কিছু বলার নেই। যদিও ইন্ডাস্ট্রির খবর, প্রযোজকের পক্ষ থেকেও নাকি বলা হয়েছে আবীর চট্টোপাধ্যায় নিঃসন্দেহে তাদের পছন্দের ফেলুদা। তবে ব্যোমকেশ বা ফেলুদা দু’টোর মধ্যে একটাকে বেছে নিতে হবে আবীরকে। আবীর চট্টোপাধ্যায় যদিও ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন তিনি ব্যোমকেশ এবং ফেলুদা, দুই চরিত্রেই অভিনয় করতে চান।

তা হলে কি আবীরই শেষ অবধি সন্দীপ রায়ের ফেলুদা থাকবেন? নাকি সৌরভ তার প্রতিজ্ঞা ভাঙ্গবেন?