English Version
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:২৪

সানি মোটেই ‘অমন’ নন

অনলাইন ডেস্ক
সানি মোটেই ‘অমন’ নন

 

মোটেই তিনি ‘অমন’ নন। আর যাতে তাকে কেউ ‘অমন’ না ভাবে, সে জন্য তিনি সদাসতর্ক থাকেন। কোনও প্ররোচনা, কোনও উস্কানি তাঁকে ‘অমন’ হওয়ার পথে নিয়ে যেতে পারবে না। এই ‘অমন’টা যে কেমন, তা নিয়ে সানি লিওনের ফ্যান-কুল মাথা না-ঘামালেও সানি স্বয়ং ঘামান।

‘মস্তিজাদে’-র পরে সানি আশা করেছিলেন, হুড়মুড়িয়ে তার কাছে আসতে থাকবে কমেডির অফার। কিন্তু তেমন কিছু ঘটলই না। এই ছবিতে সানি নিজে না বললেও সকলেই জানেন যে, ‘অমন-অমন’ ভাবে থই থই করেছে সেই ছবি। অবশ্য তিনি মনে মনে যেহেতু কিছুতেই ‘অমন’ হতে চান না, তাই বার বার মনে করিয়ে দিচ্ছেন, তিনি ‘রাগিনী এমএমএস ২’-এর মতো হরর ছবিতে অভিনয় করেছন, পিরিয়ড-জগাখিচুড়ি ‘এক পহেলি লীলা’-তে অভিনয় করেছেন। তা সত্ত্বেও কেন সকলে তাকে ‘অমন’ চোখে দেখে?

সেই সঙ্গে এ কথাএ সানি বলেছেন, তিনি মোটেই ‘অমন’ নন যে, সারা দিন অঙ্গে বিকিনি আর পায়ে স্টিলেটো চড়িয়ে টইটই করে বেড়াবেন। তিনি প্রতিটা স্ক্রিপ্ট পড়ে, বুঝে তবেই ভূমিকা বাছেন। তার পরেও কেন যে লোকে তাকে ‘অমন’ ভেবে যায় সব সময়, কে জানে!

আপাতত তিনি সন্ধানে রয়েছেন ডবল রোলের। তেমন স্ক্রিপ্ট পেলে দেখিয়ে ধেবেন ডবল-ধামাল। আর আরও একবার প্রমাণের চেষ্টা করবেন, তিনি মোটেই ‘অমন’ নন।