English Version
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:১২

মদ্যপান কিংবা সেক্স করলেই চাকরি নট!!

অনলাইন ডেস্ক
মদ্যপান কিংবা সেক্স করলেই চাকরি নট!!

 

কি এক আজব চাকরি বলুন তো? পেটের দায়ে চাকরি করে বলেই এই আচরণ ?? মদ্যপান বন্ধ। সেক্স করা বন্ধ। এর ব্যাতয় হলেই চাকরি যাবে! কাদের জানেন? ব্রিটনি স্পিয়ার্সের ব্যাক-আপ ড্যান্সারদের।

এই পপ তারকা নাকি সদ্য এই নিয়ম জারি করেছেন তার কর্মীদের উপর। কারণ? প্রতিটা অনুষ্ঠানের জন্য তিনি নিজে প্রাণপণ পরিশ্রম করেন। চান, ডান্সাররাও নিজেদের সেরাটা দিন মঞ্চে। সেক্স কিংবা মদ্যপান নাকি ঘাটতি এনে দেবে তাদের মনোযোগে। অতএব, সব বন্ধ করে দিতে হবে। না পারলে মানে মানে কেটে পড়াই ভাল। এমন অনেক ডান্সার রয়েছেন, যারা নাকি ব্রিটনির টিমে নাচার সুযোগ পেলে বর্তে যাবেন। মনোযোগ বাড়ানোর এমন দাওয়াইয়ের কথা এর আগে কেউ শুনেছেন?