English Version
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:১৫

জি সিনে অ্যাওয়ার্ডে জয়জয়কার বাজিরাও মাস্তানি

অনলাইন ডেস্ক
জি সিনে অ্যাওয়ার্ডে জয়জয়কার বাজিরাও মাস্তানি
জি সিনে অ্যাওয়ার্ডে সঞ্জয় লীলা বানশালি পরিচালিত বাজিরাও মাস্তানি ছবিটি ১০টি বিভাগে পুরস্কার পেয়েছে। এর মধ্যে জুরি বোর্ডের সেরা ছবি, অভিনেতা, পরিচালক পুরস্কার পেয়েছে বাজিরাও মাস্তানি থেকে। এছাড়াও দর্শকদের পছন্দে সেরা অভিনেতা (পুরুষ-নারী) পুরস্কার পেয়েছে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোণ পরিচালিত এ ছবিটি।
 
অন্যদিকে ‘বজরঙ্গি ভাইজান’ অভিনেতা সালমান খান দর্শকদের পছন্দে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। জুরি বোর্ডের বিবেচনায় ‘পিকু’ ছবির জন্য অমিতাভ বচ্চন সেরা অভিনেতা ও ‘পিকু’ ছবিটি জুরি বোর্ডে সেরা ছবির পুরস্কার জিতেছে।
 
জি সিনে অ্যাওয়ার্ডে পুরস্কারের তালিকা: সেরা ছবি (জুরি): বাজিরাও মাস্তানি; সেরা পরিচালক (জুরি): সঞ্জয় লীলা বানশালি (বাজিরাও মাস্তানি); সেরা অভিনেত্রী (জুরি): দীপিকা পাড়ুকোণ (পিকু); সেরা অভিনেতা (জুরি): অমিতাভ বচ্চন (পিকু) ও রণবীর সিং (বাজিরাও মাস্তানি); বছরের সেরা গান (দর্শকের পছন্দ): প্রেম রতন ধন পায়ো; সেরা ছবি (দর্শকদের পছন্দ): বজরঙ্গি ভাইজান
সেরা অভিনেত্রী (দর্শকদের পছন্দ): দীপিকা পাড়ুকোণ (বাজিরাও মাস্তান); সেরা অভিনেতা (দর্শকদের পছন্দ): সালমান খান (বাজিরাও মাস্তানি); সেরা নতুন মুখ (পুরুষ): ভিকি কুশাল (মাশান); সেরা নতুখ মুখ (নারী): ভূমি পেডনেকার (দম লাগাকে হাইসা) ও হারশালি মালহোত্রা (বজরঙ্গি ভাইজান); সেরা নতুন পরিচালক: নিরাজ ঘাইয়ান (মাসান); সেরা কৌতুক অভিনেতা: নওয়াজউদ্দিন সিদ্দিকি (বজরঙ্গি ভাইজান); সেরা নেতিবাচক চরিত্র: নওয়াজউদ্দিন সিদ্দিকি (বদলাপুর); সেরা পার্শ্ব অভিনেত্রী: শ্বেতা ত্রিপাঠি (মাসান); সেরা পার্শ্ব অভিনেতা: সঞ্জয় মিসরা (মাসান); সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: সঞ্চিত বালহারা (বাজিরাও মাস্তানি); সেরা ভিজ্যুয়াল এফেক্ট: প্রসাদ সুতার (বাজিরাও মাস্তানি); সেরা অ্যাকশন: সায়হাম কুশান (বাজিরাও মাস্তানি); সেরা কোরিওগ্রাফি- গণেশ আচার্য (বাজিরাও মাস্তানি’র মালহারি গান); সেরা সিনেমাটোগ্রাফি: সুদীপ চ্যাটার্জি (বাজিরাও মাস্তানি); সেরা গল্প: জুহি চতুর্বেদী (পিকু); সেরা সংলাপ:;; জুহি চতুর্বেদী (পিকু); সেরা চিত্রনাট্য: জুহি চতুর্বেদী (পিকু)।
 
এছাড়াও ভারতের ছবিতে অনবদ্য অবদান: অজয় দেবগন; সেরা গানের কথা: বরুণ গ্রোভার (দম লাগাকে হাইসা ছবির মোহ মোহ কে ধাগে); সেরা সংগীত: অনু মালিক (দম লাগাকে হাইসা); সেরা প্লেব্যাক গায়িকা: শ্রেয়া ঘোষাল (বাজিরাও মাস্তানি’র মোহে রঙ দো লাল); সেরা প্লেব্যাক গায়ক: মোহিত চৌহান (তামাশা ছবির মাতারগাস্তি) ও অরিজিত্ সিং (রয় ছবির সুরাজ ডুবা)।
 
আগামী ৫ মার্চ অনুষ্ঠানটি টেলিভিশনে সম্প্রচার করা হবে। খবর: এনডিটিভি।