English Version
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:৫১

‘বেওয়াচ’ এ ভিলেন প্রিয়াংকা!

অনলাইন ডেস্ক
 ‘বেওয়াচ’ এ ভিলেন প্রিয়াংকা!

 

হলিউডের বিখ্যাত টেলি সিরিয়াল ‘বেওয়াচে’ ভিলেনের চরিত্রে কোনও পুরুষকে নেওয়ার কথা ছিল পরিচালকের! প্রিয়াঙ্কাকে দেখার পরেই না কি সেই সিদ্ধান্ত বদলে যায়। পরিচালক সেথ জর্ডন ফিল্মে ভিলেনের চরিত্রে প্রিয়াঙ্কাকে নেওয়াই মনস্থির করেন।

টেলি সিরিয়াল ‘কোয়ান্টিকো’-র পর এই হলি ফিল্মে ভিলেনের চরিত্রে অভিনয় করবেন তিনি। তার চরিত্র তেল ব্যবসায়ী ভিক্টোরিয়া লিডসের। প্রিয়াঙ্কার বিপরীতে রয়েছেন ডোয়েন জনসন। ছবিটি নিয়ে স্বভাবতই খুব উৎসাহী প্রিয়াঙ্কা। এই নিয়ে ফিল্মে তিনি তৃতীয়বারের জন্য ভিলেন হবেন। এর আগে ‘সাত খুন মাফ’ ও ‘এইতরাজ’-নামে দুই বলিউড ফিল্মে তিনি ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন।