English Version
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:৪৩

১০ দিনের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসছেন প্রীতি!

অনলাইন ডেস্ক
১০ দিনের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসছেন প্রীতি!

 

অসংখ্য পুরুষের হৃদয় হরণকারী, গালে টোল পরা অসাধারণ হাসির লাস্যময়ী সুন্দরী প্রীতি জিন্টার বিয়ে নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল বলিউড দুনিয়ায়। কিছুদিন আগে সংবাদমাধ্যমের ওপর চটে গিয়ে প্রীতি নিজের টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন যে, বিয়ে করছেন না তিনি। কিন্তু এতে গুঞ্জন একটুও কমেনি।

সম্প্রতি একটি রিপোর্ট প্রীতির বিয়ে নিয়ে জল্পনাকে আরও বেশ খানিকটা উস্কে দিয়েছে। এই রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসছেন প্রীতি। পাত্র আর কেউ নন, প্রীতির সেই নিউ ইয়র্কের বন্ধু জেনে গুডএনাফ। যার সঙ্গে গত ১৮ মাস ধরে নাকি ডেট করছেন তিনি। শুধু তাই নয়, ওই রিপোর্টে আরও বলা হয়েছে, বিয়েটা মিডিয়ার কাছে গোপন রেখেই সেরে ফেলতে চান প্রীতি। খুব অল্প কয়েক জন বন্ধু এবং আত্মীয়স্বজন নিয়ে নিজের বিয়ের অনুষ্ঠান সেরে ফেলতে চান অভিনেত্রী।

গত বছর নভেম্বরে প্রীতির বিয়ের খবরটা সবার সামনে আসে। তখন জানা গিয়েছিল, মার্কিন এক ব্যক্তির সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী। এবং সেই ব্যক্তির সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে ছলেছেন প্রীতি। যদিও তার বিয়ে নিয়ে মিডিয়ার বাড়াবাড়ি নিয়ে বেজায় চটেছেন প্রীতি। সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লেখেন, আমার ব্যক্তিগত জীবন নিয়ে এ ধরনের গুঞ্জনে আমি খুবই বিরক্ত। কোনও বিষয়কে কী ভাবে নষ্ট করতে হয় মিডিয়া তা খুব ভাল ভাবেই জানে। এটা বন্ধ হওয়া দরকার। যদিও বলিউডের মিডিয়া হয়তো এর পরও থেমে থাকবে না। তার বিয়ের এক্সক্লুসিভ ফুটেজ না পাওয়া পর্যন্ত কি নিশ্চিন্ত হওয়া যায়! প্রীতি জিন্টার বিয়ে বলে কথা! আর মাত্র দিন দশেকের অপেক্ষা।