English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:৩৪

দিতি বেঁচে অাছেন

অনলাইন ডেস্ক
দিতি বেঁচে অাছেন
বুধবার সন্ধ্যায় ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় দিতির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এসব খবরে দিতির পরিবার বেশ বিরক্ত। দিতির মেয়ে লামিয়া চৌধুরী তার ফেসবুক ওয়ালে এ সম্পর্কে লিখেছেন, ‘তিনি এখনো জীবিত আছেন। কোন রাবিশ এ ধরনের গুজব ছড়াচ্ছে। বন্ধ করো এসব।’ (She is alive. Whoever is spreading rubbish rumors. Stop it.’ অভিনেত্রী পারভীন সুলতানা দিতি এখন আগের চেয়ে ভালো রয়েছেন বলে জানা গেছে। বুধবার রাতে পরিচালক বদিউল আলম খোকন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে দিতির শারীরিক অবস্থার খোঁজ নিতে যান। এসময় দিতির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে হাসপাতালের চিকিৎসকরা পরিচালককে জানান। পরিচালক বদিউল আলম খোকন বলেন, দিতির শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো, এখন তিনি কাছের মানুষদের চিনতে পারছেন। অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। উল্লেখ্য, মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।