English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:২০

অাঠারোর নিচে মডেলিংয়ে প্রবেশ নিষেধ আসবে

নিজস্ব প্রতিবেদক
অাঠারোর নিচে মডেলিংয়ে প্রবেশ নিষেধ আসবে

মডেল মানেই জিরো ফিগার। মডেল মানেই হাড় জিরজিরে অবস্থা, টিন-এজ বয়স। কিছু ব্যতিক্রম ছাড়া সারা পৃথিবীতেই চলছে এই প্রবণতা। এ কারণে অনেক তরুণী মডেলিং পেশায় নামতে গিয়ে খাদ্য নিয়ন্ত্রন আর ব্যায়ামের মাধ্যমে পাজরের হাড়গুলোকে দৃষ্টিগোচর করতে উঠেপড়ে নামেন। আর এতে নানা রোগে আক্রান্ত হয়ে পৃথিবী থেকেই হারিয়ে যান অনেক সম্ভাবনাময়ী। এবার বোধহয় সেই ধারণায় ছেদ পড়তে যাচ্ছে। মডেলিং পেশায় সর্বনিম্ন বয়সের বিধিনিষেধ আসতে যাচ্ছে। খবর বিবিসির।

মডেল রোসি নেলসন ছিলেন সাইজ আট-এর অধিকারী। কিন্তু শীর্ষস্থানীয় একটি বিজ্ঞাপনী সংস্থার পক্ষ থেকে তাকে আরও চিকন হতে বলা হয়। এরপর শুরু হয় তার খাদ্য নিয়ন্ত্রণ এবং ব্যায়াম পর্ব। পাজড়ের হাড় দৃষ্টিগোচর হওয়ার আগ পর্যন্ত তা চলতে থাকে।

মিস নেলসন বলেন, "আমি চারমাস পরে যখন আবার গেলাম তখন তারা আমাকে বললো, আমরা তোমাকে কেবল হাড়সর্বস্ব অবস্থায় পেতে চাই। এ কথা শুনে আমি সেখানেই বসে পড়লাম আর ভাবলাম আমার পক্ষে আর ওজন কমানো সম্ভব নয়। এরইমধ্যে আমি অনেকটাই হারিয়েছি। তখনই আমার হাড় জিরজিরে অবস্থা।'' এরপর মিস নেলসন মডেলিং শিল্পে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে ক্যাম্পেইন শুরু করেন। কারণ, লন্ডন ফ্যাশন উইকে ১৪ বছর বয়সী মডেলরাও ক্যাটওয়াকে অংশ নেন। আর এই বয়সী মেয়েরা শরীর রোগা করতে নানা রোগে আক্রান্ত হচ্ছেন। ভুগছেন অপুষ্টিতে।

আঠারো বছরের কমবয়সীদের ক্যাটওয়াক বা র‍্যাম্পের মডেলিং থেকে নিরুৎসাহিত করতে এ্ই ক্যাম্পেইনে তার সাথে যোগ দিয়েছেন একজন পার্লামেন্ট সদস্য রক্ষণশীল পার্টির একজন এমপি ক্যারোলিন নোকস। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে প্রচণ্ড পাতলা শরীরের মডেলরা বিভিন্ন স্বাস্থ্য সমস্যার হুমকিতে থাকেন। তাদের ভক্তদের কাছে এই বার্তাই তুলে ধরতে চান এই দুই নারী ক্যাম্পেইনার।

এক লাখ উনিশ হাজার মানুষ এ বিষয়ে সাক্ষর করেছেন। গত ডিসেম্বর মাসে এমপি ক্যারোলিন নোকস এর সাথে মিলে এটি পার্লামেন্টে উপস্থাপন করেন।

মিস নেলসন বলছেন, "আঠারো বছরের নিচে ক্যাটওয়াক করতে গেলে ছেলেদের মত দেহসৌষ্ঠব তৈরি করতে উৎসাহিত করা হয়। ছেলেদের শারীরিক গড়ন অনেকটাই একহারা। কিন্তু মেয়েদের শরীরে প্রাকৃতিকভাবেই কিছু বৈশিষ্ট্য থাকবে। অনেক বেশি ওজন কমানোর পর মেয়েদের পোশাক পরলেও মেয়েদের মত দেখতে লাগে না।''

এ মাসের শেষেই আঠারো বছরের নিচে র‍্যাম্পে মডেলিং নিষিদ্ধ হতে যাচ্ছে বলে জানা গেছে।