English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:৩৪

শিনা বরা হত্যাকান্ড নিয়ে ‘ডার্ক চকলেট’ (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
শিনা বরা হত্যাকান্ড নিয়ে ‘ডার্ক চকলেট’ (ভিডিওসহ)

 

ভারতের আলোচিত অবৈধ প্রেমের জেরে শিনা বরা হত্যাকাণ্ড নিয়ে মুভি তৈরি হয়েছে কলকাতায়। বিখ্যাত ছবি ‘তিন কন্যা’ র পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। ছবিটির ট্রেইলার রিলিজ হবার পরই লেগেছে গন্ডগোল। ছবিটির মুক্তিতে স্থগিতাদেশ চেয়ে শিনা হত্যাকাণ্ডে অভিযুক্ত পিটার মুখোপাধ্যায়ের বোন সঙ্গম দাশগুপ্ত সম্প্রতি আদালতে মামলা করেন। তার দাবি, ছবিটি মুক্তি পেলে পিটার ন্যায়বিচার পাবেন না। সেই মামলার প্রেক্ষিতে ‘ডার্ক চকলেটে’র কোনও তথ্য আপাতত প্রকাশ করা যাবে না বলে আজ রায় দিয়েছে বম্বে হাইকোর্ট। 

ওই  আবেদনের শুনানিতে আজ বিচারপতি এস সি ধর্মাধিকারী এবং বিচারপতি জি এস পটেলের বেঞ্চ ছবিটির পরিচালক এবং প্রযোজককে ওই নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, ইউটিউবে ইতিমধ্যেই ছবিটির ট্রেলার দেখা যাচ্ছে। বেঞ্চ জানিয়েছে, ট্রেলার ছাড়া ‘ডার্ক চকলেট’ ছবিটির কোনও তথ্য, ভিডিও ইন্টারনেটে আর প্রকাশ করা যাবে না। 

বর্তমানে মুম্বইয়ের আর্থার রোড জেলে রয়েছেন পিটার। সেকারণে তিনি নিজে মামলা দায়ের করতে পারেননি বলে তাঁর বোনের আইনজীবী আদালতে জানান, পিটারের হয়ে বোনই তাই মামলা দায়ের করেছেন। ‘ডার্ক চকলেটে’র পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় আজ আদালতে জানান, ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। আপাতত পোস্ট প্রোডাকশনে’র কাজ চলছে। আগামী ২০ দিনের মধ্যেই ছবিটি পুরোপুরি তৈরি হয়ে যাবে। তার পরেই তা সেন্সর বোর্ডের কাছে পাঠানো হবে। তিনি বলেন, ছবি তৈরিতে আদালত কোনও স্থগিতাদেশ দেয়নি। ছবির ট্রেলার দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের আর কিছু প্রকাশ করার নেই।

সত্য ঘটনাকে কেন্দ্র করে এর আগেও ছবি তৈরি করেছেন অগ্নিদেব। তাঁর ‘তিন কন্যা’ ছবিতে ছিল পার্ক স্ট্রিট গণধর্ষণের কথা।  অগ্নিদেবের দাবি, ‘ডার্ক চকলেট’ মুক্তি পেলেও পিটার ন্যায় বিচারের সুযোগ থেকে বঞ্চিত হবেন না। তার প্রশ্ন, ছবিটি এখনও পুরোপুরি তৈরিই হয়নি। তাহলে কেন মামলা করা হল, বুঝতে পারছি না। শিনা হত্যাকাণ্ডে গতবছর অগস্টে গ্রেফতার হয়েছিলেন তার মা ইন্দ্রাণী মুখোপাধ্যায়। নভেম্বরে ইন্দ্রাণীর স্বামী পিটারকে গ্রেফতার করা হয়। ছবিতে ইন্দ্রাণীর ভূমিকায় অভিনয় করেছেন মহিমা চৌধুরী এবং শিনার চরিত্রে রয়েছেন রিয়া সেন। ছবিটির বিষয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়েছেন পিটার। এর আগে তাঁর আইনজীবীরা সেন্সর বোর্ডকেও আইনি নোটিস পাঠিয়েছিলেন। 

মুভিটির ট্রেইলার দেখুন এখানে..