English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:০৬

২৮ বছর পরে স্নাতক ডিগ্রি পেলেন কিং খান!

অনলাইন ডেস্ক
২৮ বছর পরে স্নাতক ডিগ্রি পেলেন কিং খান!

 

প্রায় তিন দশক পরে পেলেন ডিগ্রি। মুখোমুখি হলেন বিক্ষোভের। আবার একই সঙ্গে নিজের সিনেমার একটি গান প্রকাশও করলেন। মঙ্গলবার দিল্লিতে এভাবেই হল শাহরুখের ‘সমাবর্তন’। এদিন এখানকার হংসরাজ কলেজ কর্তৃপক্ষ ২৮ বছর পর অভিনেতার হাতে স্নাতক ডিগ্রি তুলে দেন।

ডিগ্রি হাতে নিয়ে শাহরুখ বলেন, ১৯৮৮ সালে এই কলেজ থেকেই অর্থনীতিতে স্নাতক হই। এতদিন বাদে কলেজে এসে মনে হচ্ছে সেই পুরনো সময়টায় ফিরে গিয়েছি। এটা আমার কাছে একটা বিশেষ মুহূর্ত। আমি আমার ছেলেমেয়েদের খুব মিস করছি। ওদের কলেজটা ঘুরে দেখাতে পারলে ভাল লাগত।

শাহরুখের হাতে ডিগ্রি তুলে দিয়ে কলেজের অধ্যক্ষ রাম শর্মা বলেন, আমরা এতদিন বাদে তার হাতে ডিগ্রি তুলে দিতে পেরে খুশি। যত্ন করে ডিগ্রির শংসাপত্রটা কলেজে রাখা ছিল। তবে ডিগ্রি পাওয়ার দিনেই শাহরুখের অনুষ্ঠানে বিক্ষোভ দেখান একদল শিক্ষার্থী। ‘শাহরুখ গো-ব্যাক’ স্লোগান দেন তারা। বিক্ষোভকারীরা এবিভিপি’র সমর্থক বলে মনে করা হচ্ছে। শাহরুখ আসার আগেই পুলিশ অবশ্য বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

শাহরুখ গুজরাটে সম্প্রতি ‘রইস’ সিনেমার শ্যুটিংয়ে নানাভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন। তার গাড়িতে ইটও ছোঁড়া হয়। সেজন্য গুজরাতেও তার এবং শ্যুটিং ইউনিটের জন্য গুজরাট পুলিশ বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে। বর্তমানে আহমেদাবাদে ‘রইস’ ছবির শ্যুটিং করছেন তিনি। যে সমস্ত জায়গায় শাহরুখের শ্যুটিং হবে সেখানে অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ওই রাজ্যের প্রশাসন। এদিন দিল্লির কলেজে শাহরুখ তাঁর আগামী ছবি ‘ফ্যান’এর একটি গানও প্রকাশ করেন।