English Version
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:১৭

প্রায় অর্ধনগ্ন অবস্থায় গ্র্যামিতে ম্যানিকা

অনলাইন ডেস্ক
প্রায় অর্ধনগ্ন অবস্থায় গ্র্যামিতে ম্যানিকা

 

গ্র্যামিতে উদ্ভট পোশাক পরে আসার প্রচলন রয়েছে আরও আগে থেকেই। ছোট পোশাকও পড়েন বেশীরভাগ নায়িকা। কিন্তু ‘‘আই মাইট গো লেসবিয়ান’’-খ্যাত ম্যানিকা যা করেছেন, তা নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র।

প্রায় অর্ধনগ্ন পোশাকে গ্র্যামির রেড কার্পেটে উপস্থিত হয়েছিলেন ম্যানিকা। যে পোশাক পরে হাজির হয়েছিলেন, তা দেখাই যাচ্ছে। কোনও অন্তর্বাসও পরেননি। ফলে সব মিলিয়ে ব্যাপারটা সকলেরই চোখে পড়েছে। টুইটারে নিজের ছবি আপলোড করে ম্যানিকা লিখেছেন, ‘‘কিপ দেম গেসিং।’’ সমালোচনাও হচ্ছে অনেক। অ্যাডেল ঠেস দিয়ে পাল্টা টুইট করেছেন।