English Version
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:০৪

প্রতিজ্ঞাভঙ্গ কারে অবশেষে চুমু খেলেন কারিনা

অনলাইন ডেস্ক
প্রতিজ্ঞাভঙ্গ কারে অবশেষে চুমু খেলেন কারিনা

 

চুমু নিয়ে করিনার পণ আর যা-ই হোক, ধনুকভাঙা যে ছিল না, তা প্রমাণ হল সম্প্রতি। ২০১২-এ সাইফ আলী খানের সঙ্গে বিয়ের বাঁধনে বাঁধা পড়ার সময়ে বেবো নাকি খানসাহেবকে বচন দিয়েছিলেন, পর্দায় চুমু খাবেন না কিছুতেই। তেমনটাই চলছিল। সিলভার স্ক্রিনে বেবো চুমু বাঁচিয়েই কাটিয়েছেন এই ক’বছর। তবে সম্প্রতি ‘কি অ্যান্ড কা’ ছবির এক দৃশ্যে তাকে অর্জুন কপূরের সঙ্গে এক চুম্বনদৃশ্যে দেখে করিনা-ভক্তকুল বোধ হয় হাঁফ ছেড়ে বাঁচল।

২০১৬-এর গোড়াতেই এই ছবির আর এক ঘনিষ্ঠ দৃশ্যে তাদের দেখা গিয়েছিল। তাতে চুমু খাবো-খাবো ভাব থাকলেও, প্রপার চুমু ছিল না। এবারে প্রকাশ পাওয়া ছবিতে একেবারেই চুম্বনের পজিশন। এবারে প্রকাশ পাওয়া ছবিতে একেবারেই চুম্বনের পজিশন। প্রতিজ্ঞাভঙ্গ কি সাইফের অনুমতিক্রমেই? প্রশ্ন তুলছেন অনেকে। এ সব কথায় কারিনা কর্ণপাত করছেন কি না, জানা নেই। তবে অর্জুনের সঙ্গে তার প্রথম জুটি যে জমে গিয়েছে, তা একবাক্যে মেনে নিচ্ছে টিনসেল টাউন।