English Version
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:৪৬

ছোটো ছোটো জিনিস উপভোগের মধ্যেই অাসল জীবন বোঝা যায়: অানুশকা

নিজস্ব প্রতিবেদক
ছোটো ছোটো জিনিস উপভোগের মধ্যেই অাসল জীবন বোঝা যায়: অানুশকা

ভারতীয় ক্রিকেট দলের সেনসেশন বিরাট কোহলির সঙ্গে অভিনেত্রী আনুশকা শর্মার দীর্ঘ প্রেমের সম্পর্কের ইতি ঘটেছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। তাদের সম্পর্কের ইতি ঘটেছে বেশিদিন হয়নি। সম্পর্ক ভাঙার ব্যথাও বৃত্ত দুজনের কেউই এখনো পেরুতে পারেননি। এর মধ্যেই আজ উদযাপিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিসব। বিরাট হয়তো তার মায়ের সান্নিধ্যে থেকে কিছুটা ব্যথা ভুলে থাকার চেষ্টা করছেন।

তবে অানুশকা তাহলে কী করছেন এ নিয়ে বেশ উত্তেজনা রয়েছে ভক্তদের মধ্যে। তা লাঘবে এই অভিনেত্রী ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। এতে আনুশকাকে একটি কুকুরের সঙ্গে কোথাও হেঁটে বেড়াতে দেখা যাচ্ছে!

শুধু তাই নয়, ছবিটির একটি ক্যাপশনে তিনি লিখেন, 'ছোটো ছোটো জিনিস উপভোগের মধ্যেই আসলে জীবন কি তা বোঝা যায়।' বিরাটের সঙ্গে সম্পর্কচ্ছেদে আনুশকা যে আসলেই একাকী হয়ে গেছেন তা এই ছবিটি দেখেই বোঝা যায়। বেচারি, বিরাটের সঙ্গে সম্পর্ক রাখলে কী হতো! 

খবর টাইমস অব ইন্ডিয়ার