English Version
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:৩৯

পাওনা আদায়ে আদালতে তুষার

নিজস্ব প্রতিবেদক
পাওনা আদায়ে আদালতে তুষার

মুভি 'মাস্তিজাদে'র নির্মাতাদের কাছ থেকে ৪৪ লাখ রুপি পাওনা না পাওয়ায় বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা তুষার কাপুর।  এর প্রেক্ষিতে মুভিটির নির্মাতাদের সঙ্গে তার আর্থিক দ্বন্দ্বের সমাধানে স্বাধীন মধ্যস্থতাকারী নিয়োগ করতে যাচ্ছেন আদালত।

তবে নির্মাতারা এরই মধ্যে আদালতের কাছে ওই অর্থ জমা করে দিয়েছেন বলে জানা যায়।  'মাস্তিজাদে'র প্রচারকাজে অংশ নিচ্ছেন না এমন অভিযোগ এনে তুষারের বিরুদ্ধে অাইনি নোটিশ পাঠান এর নির্মাতা রঞ্জিতা নন্দী। এরপর থেকে মুভিটির নির্মাতাদের  সঙ্গে তুষারের আর্থিক দ্বন্দ্ব শুরু হয়।

নোটিশের জবাবে বলা হয়, পাওনা পরিশোধ করা হলেই এই অভিনেতা পুনরায় মুভিটির প্রচারণা চালাবেন। এর জবাবে নির্মাতাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় পাওনা আদায়ে বোম্বে হাইকোর্টের শরণাপন্ন হন অভিনেতা তুষার।

এদিকে গত মাসের ২৯ তারিখে মুক্তি পায় সানি লিওন ও তুষার  অভিনীত 'মাস্তিজাদে' মুভিটি। তবে বক্স অফিসে বেশ ফ্লপ হয়েছে সেক্স কমেডি ধাঁচের এই মুভিটি।

সূত্র- টাইমস অব ইন্ডিয়ার