English Version
আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:৫৫

অনলাইন কাঁপাচ্ছে ‘সুলতান’

অনলাইন ডেস্ক
অনলাইন কাঁপাচ্ছে ‘সুলতান’

 

অনলাইন কাঁপিয়ে দিচ্ছে ‘সুলতান’ সাল্লুর নিউ লুকের ছবি। আজ মঙ্গলবার অনলাইনে রিলিজ করা হয়েছে নতুন মুভি ‘‘সুলতান’’-এ সালমান খানের চেহারার নিউ লুক। যা ভাবা হয়েছিল তাই। নতুন চেহারায় তার গোঁফ উধাও, উধাও সালমানের মুটিয়ে যাওয়া চেহারা। একটি লাল গেঞ্জিতে দেখা যাচ্ছে সলমনকে। হাত থেকে ঝরে পড়ছে মাটি।

এ যেন একেবারেই অচেনা সালমান খান। ধুলো-রক্তে মাখামাখি সালমানের এই লুকের ছবি ট্যুইটারে দেয়ামাত্র তা ভাইরাল হতে শুরু করেছে। সাড়া পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।ছবি প্রকাশিত হওয়ার চার ঘণ্টার মধ্যেই প্রায় চার হাজার বার রিটুইট হয়েছে। লাইক পেয়েছে প্রায় ১০ হাজারটি।