English Version
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:২৪

বলিউডে ‘রাজকাহিনি’; ঋতুপর্ণার জায়গায় বিদ্যা বালান

অনলাইন ডেস্ক
বলিউডে ‘রাজকাহিনি’; ঋতুপর্ণার জায়গায় বিদ্যা বালান

 

হিন্দিতে নির্মিত হতে যাচ্ছে পর্দা কাঁপানো বাংলা মুভি ‘রাজকাহিনী’। পরিচালনায় বলিউডের বিগ বসদের একজন মহেশ ভাট। এসব পুরোনো খবর। নতুন খবর হলো, সৃজিত মুখার্জীর রাজকাহিনীতে দূর্দান্ত অভিনয় করেও হিন্দি ভার্সনে থাকছেন না ঋতুপর্ণা সেনগুপ্ত! তার জায়গায় সম্ভবত অভিনয় করতে যাচ্ছেন বিদ্যা বালান।

‘রাজকাহিনি’-র সাফল্য যে অনেকটাই ঋতুপর্ণা সেনগুপ্তর দূর্দান্ত অভিনয়ের কারনেই হয়েছে সে বিষয়ে আর কোন সন্দেহ নেই। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু সহ-অভিনেতারা বা দর্শক, সকলেই একবাক্যে ঋতুপর্ণার তারিফ করেছেন।

কিন্তু ‘রাজকাহিনি’-র হিন্দি ভার্সানে বেগম জানের চরিত্রে ঋতুপর্ণা থাকছেন না। এই ভূমিকায় অভিনয় করবেন বিদ্যা বালান। হিন্দি ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘ম্যায়, মেরি পত্নী অউর উয়ো’ বা ‘মিত্তল ভার্সাস মিত্তল’-এর মতো ছবি প্রশংসিত হয়েছে। তা সত্ত্বেও কেন ঋতুপর্ণাকে নেওয়া হল না সে বিষয়ে মিডিয়াকর্মীদের মাঝে নানা প্রশ্ন উঠছে।