English Version
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:২৮

সিনেমায় প্লেব্যাক করবেন কবি নির্মলেন্দু গুণ

অনলাইন ডেস্ক
সিনেমায় প্লেব্যাক করবেন কবি নির্মলেন্দু গুণ

 

‘নেকাব্বরের মহাপ্রয়াণ’-এ অভিনয়ের পর এবার নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে দ্বিতীয় ছবি ‘দ্য পোয়েট্রি : কবিগাছ’-এর কাজ শুরু করেছেন মাসুদ পথিক। এ ছবিতে একটি গানেও কণ্ঠ দেবেন কবি। নিজেরই লেখা ‘আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম’ কবিতাটিকে গান হিসেবে গাইবেন তিনি। সুর দিয়েছেন মাসুদ পথিক। ফেব্রুয়ারির শেষে গানটির রেকর্ডিং। ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’-এ অভিনয় করে বেশ প্রশংসিত হন নির্মলেন্দু গুণ। সেই ধারাবাহিকতায় দ্য পোয়েট্রি : কবিগাছেও অভিনয় করবেন তিনি। নিজের গাওয়া গানটির সঙ্গে পর্দায় ঠোঁটও মেলাবেন। এ প্রসঙ্গে পরিচালক মাসুদ পথিক বলেন, ‘একজন কবির বেঁচে থাকা, সংগ্রাম ও জীবনবোধের বিষয়গুলো উঠে আসবে এ ছবিতে। আর ছবির গল্পের প্রয়োজনেই গানটিতে কণ্ঠ দেবেন গুণ দা। চলতি বছরের নভেম্বর থেকে শুরু হবে ছবিটির শুটিং।’ তিনি আরো জানান, ছবিটির গল্প নির্মাণে সাহায্য নেওয়া হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা ‘অমলকান্তি’রও।