English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:৪২

সানিকে চাইলেন হৃতিক!

অনলাইন ডেস্ক
সানিকে চাইলেন হৃতিক!

বলিউ়ডে যে তার ডিমান্ড ক্রমশই বাড়ছে তা যেন আরও একবার প্রমাণ হয়ে গেল। তিনি সানি লিওন। আমির খান তার সঙ্গে আগেই অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন। এ বার সেই তালিকায় নাম লেখালেন হৃতিক রোশনও। ডুগ্গু চান তার পরবর্তী হোম প্রো়ডাকশনের আইটেম নম্বরে সানির শরীরী হিল্লোল। বি-টাউনে জোর খবর, সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘কাবিল’ ছবিতে হৃতিকের ইচ্ছেতেই এন্টি নিচ্ছেন সানি। চলতি মাসেই শুরু হতে পারে এই ছবির শুটিং।

শোনা যাচ্ছে, শুধু আইটেম নম্বর নয়, একটি দৃশ্যে সানির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন হৃতিকও। প্রযোজক রাকেশ রোশন জানিয়েছেন, ‘‘এটা ঠিক যে, আমরা সানির সঙ্গে কথাবার্তা বলছি। কিন্তু কোনও কিছুই এখনও চূড়ান্ত হয়নি।’’

‘কাবিল’-এ অনেক নায়িকা রয়েছেন। হৃতিকের বিপরীতে অভিনয় করবেন ইয়ামি গৌতম। এ ছাড়াও থাকবেন করিনা কপূর, পরিণীতি চোপড়া, অনুষ্কা শর্মা। হৃতিকের পরের ছবি আশুতোষ গোয়ারিকরের মহেঞ্জোদারো মুক্তি পেতে পারে ১২ অগস্ট। এই ছবির হাত ধরেই অনেক দিন পর বক্স অফিসে বাজিমাত্ করতে চাইছেন নায়ক।