English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:৩৯

বায়োপিকে সাইনা ও চাইলেন দীপিকাকে

অনলাইন ডেস্ক
বায়োপিকে সাইনা ও চাইলেন দীপিকাকে

অমল গুপ্ত পরিচালিত সাইনার বায়োপিকের নাম ‘টাইগ্রেস বেটি’  । সাইনা মনে করেন, দীপিকাই সবচেয়ে ভালভাবে তার চরিত্র ফুটিয়ে তুলতে পারবেন। দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন ব্যাডমিন্টন প্লেয়ার। আর দীপিকা নিজেও ভাল ব্যাডমিন্টন খেলেন। তাই চরিত্রটা সফলভাবে ফুটিয়ে তুলতে পারবেন তিনি। আমি চাই, দীপিকাই করুন কাজটা, বলেছেন সাইনা।

দীপিকাও উৎসাহিত ছবি নিয়ে। খেলার ব্যাপারে সব সময় আগ্রহী তিনি। আর প্রশ্ন যখন ব্যাডমিন্টন নিয়ে, তখন তো আর কথাই নেই, এক পায়ে খাড়া দীপিকা!