English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:৪১

রিপোর্টার-উপস্থাপক নাজনীন মুন্নী চ্যানেল টুয়েন্টিফোরে

অনলাইন ডেস্ক
রিপোর্টার-উপস্থাপক নাজনীন মুন্নী চ্যানেল টুয়েন্টিফোরে

 

বসুন্ধরা গ্রুপের সংবাদভিত্তিক নতুন টিভি চ্যানেল নিউজ টুয়েন্টিফোরে যোগ দিলেন জনপ্রিয় রিপোর্টার ও উপস্থাপক নাজনীন মুন্নী। এর আগে তিনি চ্যানেল ৭১-এর বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সেখানে 'বাংলাদেশ সংযোগ' অনুষ্ঠানের উপস্থাপনা ছাড়াও নিয়মিত সংবাদ উপস্থাপনা করতেন। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে চ্যানেলটিতে চিফ রিপোর্টার হিসেবে যোগ দিয়েছেন।

এর আগে গত সোমবার পহেলা ফেব্রুয়ারি নিউজ টুয়েন্টিফোরে যোগ দেন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিয়া রহমান।

দেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভির মাধ্যমে নাজনীন মুন্নী টিভি সাংবাদিকতায় ক্যারিয়ার শুরু করেন। সে সময় তিনি চ্যানেলটির জনপ্রিয় বিজনেস শো 'একুশে বিজনেস' এর উপস্থাপক ছিলেন তিনি। পরবর্তীতে আরটিভি ও যমুনা টিভিতে কাজ করেন। নিউজ টুয়েন্টিফোরে যোগ দেয়ার আগ পর্যন্ত চ্যানেল ৭১-এর বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নতুন কর্মস্থলে যোগদান প্রসঙ্গে নাজনীন মুন্নী বলেন, ‘আসলে সকল জায়গায় তরুণরাই নেতৃত্বে এখন সফল। এরই ধারাবাহিকতায় নিজেও সফল হতে চাই এবং নিউজ টুয়েন্টিফোরকেও সফলতার জায়গায় নিয়ে যেতে চাই। এটা আমার ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ।'