English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৬ ১২:০০

তসলিমাকে পাশে পেয়ে উচ্ছসিত প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক
তসলিমাকে পাশে পেয়ে উচ্ছসিত প্রিয়াঙ্কা

 

নারী-পুরুষ সমাধিকার ইস্যুতে একের পর এক মুখ খুলছেন বলিউড তারকারা। সম্প্রতি ‘সন্তানের জন্ম দেওয়া ছাড়া আমার জীবনে পুরুষের কোনও প্রয়োজন নেই’ এমন বিষ্ফোরক মন্তব্য করে ভারতীয় উপমহাদেশে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছেন বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া। তার এমন কথায় যখন চারদিকে পক্ষে-বিপক্ষে সমালোচনার ঝড় বইছে সেই সময় সমর্থক হিসেবে পেলেন নির্বাসিত বাংলাদেশী নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনকে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে প্রিয়াঙ্কা চোপড়া বলেন ‘সন্তানের জন্ম দেওয়া ছাড়া আমার জীবনে পুরুষের কোনও প্রয়োজন নেই’। তার এই মন্তব্য নিয়ে শুরু হয় আলোচনা। অচিরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হন প্রিয়াঙ্কা। ঝড় উঠে সোশ্যাল মিডিয়াতেও। কিন্তু প্রিয়াঙ্কার বিপক্ষের লোক বেশী হলেও পক্ষের লোক একেবারে কম নয়। তাদের মধ্যে একজন তসলিমা নাসরিন। প্রিয়াঙ্কার এমন সাহসি কথায় রীতিমত উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন তিনি। তসলিমা প্রিয়াঙ্কাকে উদ্দেশ করে ফেসবুকে লিখেন, ইদানীং দেখছি প্রিয়াংকা বেশ ড্যাম কেয়ার টাইপ কথাবার্তা বলছে। একবার বললো পুরুষকে বাচ্চা পয়দা করা ছাড়া আর কোনও কাজের জন্য দরকার নেই। আবার বললো, আমার পুরুষ যদি চিট করে আমি ওকে পিটিয়ে নাশ করে দেবো। বাপস! এমন কথা তো আমিও এযাবৎ বলতে পারিনি।

প্রিয়াঙ্কা চোপড়াও কম যান না। সামাজিক যোগাযোগের মাধ্যমে যখন তাকে নিয়ে হৈচৈ, তখন তসলিমা নাসরিনকে পাশে পেয়ে তিনিও বেশ উচ্ছ্বসিত। এ বিষয়ে তসলিমা নাসরিন বলেন, টুইটারে লিখেছি,ফিল্মস্টাররা সাধারণত রক্ষণশীল, কুসংস্কারাচ্ছন্ন হয়ে থাকে। কিন্তু প্রিয়াংকার রিসেন্ট স্টেটমেন্টগুলো প্রমাণ করছে ও ওরকম নয়। তারপর আমি যেটা কল্পনাও করিনি, সেটা হলো, প্রিয়াংকা আমাকে টুইট করে ধন্যবাদ জানালো। এও লিখলো আমার সাহিত্যের সে বিরাট ফ্যান। হৃদয়ের উষ্ণতাও আমাকে দিল।

উল্লেখ্য, সম্প্রতি হলিউড টিভি সিরিজ ‘কোয়ান্টিকোয়’ অভিনয়ের জন্য প্রথমবার কোনো ভারতীয় হিসেবে সেখানকার পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেন প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডি ছবি ‘বেওয়াচ’-এও দেখা যাবে সাবেক এই মিস ওয়ার্ল্ডকে।