English Version
আপডেট : ২৯ জানুয়ারি, ২০১৬ ১৩:৪১

ষাট বছর বয়সেও যিনি সুপার সেক্সি!

অনলাইন ডেস্ক
ষাট বছর বয়সেও যিনি সুপার সেক্সি!

 

ছবির সুন্দরী এই মুহূর্তে পৃথিবীর অন্যতম জনপ্রিয় মডেল। কিন্তু ছবিটিতে একটি ম্যাজিক আছে। যারা মডেলিং দুনিয়ার খবর রাখেন, তারা জানেন এর ম্যাজিক। যারা জানেন না, তারা এনার বয়স জানলে যারপরনাই বিস্মিত হবেন। তার নাম ইয়্যাজেমিনা রোসি। ইয়্যাজেমিনা মডেলিং শুরুই করেছিলেন অনেক দেরি করে। তখন তিনি ২৮ পেরিয়ে গিয়েছেন। সাধারণত এই বয়সে পৌঁছে আজকাল মডেলরা বিকল্প পেশার সন্ধান শুরু করে দেন।

ইয়্যাজেমিনার জীবনে সবথেকে বড় ব্রেক থ্রু আসে ৪৫ বছর বয়সে। তার পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। কিন্তু এই এগিয়ে যাওয়ার পথ ছিল কন্টকাকীর্ণ। সবচেয়ে বড় বাধা ছিল বয়স। কিন্তু সেই বাধা অনায়াসে টপকেছেন ইয়্যাজেমিনা। তারুণ্য ধরে রাখার কি সেই গোপন রহস্য?

ইয়্যাজেমিনা বলছেন, খাওয়াদাওয়ার উপরে নিয়ন্ত্রণ এনেই তিনি এই জাদু করেছেন। তিনি বলেছেন, ভারসাম্যযুক্ত খাবার খাই। ফ্রোজেন বা প্রসেসড ফুড খাওয়া বন্ধ করে দিয়েছি। সবজি, ফল, ভাল মাছ- এই সব খাই নিয়মিত। প্রতিদিন প্রায় একঘণ্টা ব্যায়াম করেন। নিয়মিত ৪৫ মিনিট হাঁটেন। তাই ষাট বছর বয়সেও যিনি সুপার সেক্সি!