English Version
আপডেট : ২৯ জানুয়ারি, ২০১৬ ১৩:৩৪

সাউথসাইড উইথ ইউতে ওবামার প্রথম চুম্বন

অনলাইন ডেস্ক
সাউথসাইড উইথ ইউতে ওবামার প্রথম চুম্বন

 

দিনটি ছিল ১৯৮৯ সালের একটি বিকেল। সেই দিনেই প্রথমবারের মতো ডেটে যান বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আর মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। একটি আইসক্রিম পার্লারের বাইরে প্রথমবারের মতো পরস্পরকে চুম্বন করেন। সে সময় ওবামা ছিলেন তরুণ অ্যাসোসিয়েট, মিশেল ছিলেন আইনজীবী।

বড়পর্দায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেম কাহিনী। নিজের চিত্রনাট্যে ‘সাউথসাইড উইথ ইউ’ নামের সিনেমাটি পরিচালনা করেছেন রিচার্ড তানে। ২৪ জানুয়ারি সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির প্রিমিয়ার হয়েছে। পেয়েছে ইতিবাচক প্রতিক্রিয়া।

সিনেমাটিতে ওবামা দম্পতির প্রেমের বিশেষ বিশেষ মুহূর্ত তুলে ধরা হয়েছে। দর্শক দেখতে পাবেন মিশেলকে দেওয়া বারাক ওবামার প্রথম চুম্বন। ‘সাউথসাইড উইথ ইউ’তে তরুণ বারাক ওবামা ও মিশেল ওবামার চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে পার্কার সয়ারস ও টিকা সাম্পটার।

এ সিনেমার মাধ্যমে পরিচালনায় নাম লেখালেন তানে। দ্রুতই সিনেমাটি বড়পর্দায় মুক্তি পাবে।