English Version
আপডেট : ২৯ জানুয়ারি, ২০১৬ ১৩:২৩

বাংলা সিনেমায় দেবের এক দশক...

অনলাইন ডেস্ক
বাংলা সিনেমায় দেবের এক দশক...
ফাইল ছবি

বাংলা সিনেমার মূলস্রোতে জোয়ার এসেছিল তার হাত ধরে৷ নতুন জেনারেশনের রোমান্সের ভাষা আয়ত্ত করে তিনিই দেখিয়েছেন স্বপ্ন৷ দেখতে দেখতে পেরিয়ে গেছে দশ বছর৷ বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে এক দশক শেষ করলেন দেব৷

শুরু করেছিলেন ২০০৬ সালে ‘অগ্নিশপথ’ ছবিতে৷ আনকোরা নতুন মুখ৷ ছবিও তেমন সফল হয়নি৷তবে প্রতিশ্রুতি ছিল৷ যত সময় গড়িয়েছে, সেই প্রতিশ্রুতি বাস্তব হয়ে উঠেছে৷ ‘প্রেমের কাহিনি’ থেকে যে সাফল্যের শুরু, ‘চ্যালেঞ্জ’, ‘দুই পৃথিবী’, ‘পাগলু’ হয়ে একের পর এক ‘লে ছক্কা’ হাঁকিয়েছেন৷ বাংলা মেইনস্ট্রিম ছবির সাফল্যের বড় বাজি হয়ে উঠেছেন তিনিই৷ আর তাই তাকে নিয়েই বাংলা ছবিতে এযাবৎ সবচেয়ে বেশি লগ্নিও করা হয়েছে৷

যেমন মেইনস্ট্রিম ছবির নায়ক, তেমনই অন্যরকম ছবিতেও নিজেকে প্রমাণ করেছেন৷ কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘চাঁদের পাহাড়’, অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘বুনোহাঁস’ হোক বা অপর্ণা সেনের ‘আরশিনগর’- অভিনেতা হিসেবে নিজেকে ভেঙে নতুন করে গড়ার প্রয়াস চালিয়েছেন দেব৷

এরমধ্যে খুলেছেন নিজের প্রোডাকশন হাউস৷ বাবাকে উপহার দিয়েছেন রেস্তরাঁ৷ পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের ‘মহানায়ক সম্মান’৷ জীবনের এই দশটি বছরকে স্বপ্নপূরণের দশক বলছেন বাংলা ছবির সুপারস্টার৷ জানিয়েছেন, এই এক দশকে পেশাটাই ভালোবাসা হয়ে গেছে৷ অনেক কিছু হারিয়েছেন জীবনে৷ বিনিময়ে পেয়েছেন আরও অনেক বেশি কিছু৷ আর সবসময় পাশে থাকার জন্য তার ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তিনি৷ ভক্তদের ভালবাসা ছাড়া এ দশ বছর যে স্রেফ সংখ্যামাত্র সে কথা জানাতে দ্বিধা করেননি দেব৷