English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৬ ১৪:২৩

আয়ে শাহরুখকে টপকে গেলেন সালমান!

অনলাইন ডেস্ক
আয়ে শাহরুখকে টপকে গেলেন সালমান!
ফাইল ছবি

 

বলিউডে ২০১৫ সাল বলতে পুরোটাই সালমান খানের। অক্ষয় কুমারকে ছাপিয়ে বলিউড দুনিয়ায় এ বছর সবেচেয়ে বেশি আয় করেছেন সালমান। পারিশ্রমিকের হিসাবে এক নম্বরে রয়েছেন তিনি। দুই নম্বরে নেমে গেছেন অক্ষয় কুমার। তিনে রণবীর কাপুর আর শাহরুখ খান রয়েছেন চার নম্বরে।চলতি অর্থবছরে বলিউডে এখন পর্যন্ত সর্বাধিক অগ্রিম আয়করও দিয়েছেন সালমান।

ভারতের আয়কর দপ্তরের সূত্রের খবর, অগ্রিম করদাতাদের তালিকায় দেখা গেছে, সালমান অগ্রিম আয়কর দিয়েছেন ২০ কোটি টাকা। গতবার সবচেয়ে বেশি অগ্রিম কর দিয়েছিলেন অক্ষয়। এর পরিমাণ ছিল ১৬ কোটি টাকা। সালমান আর অক্ষয়ের পর এবার অগ্রিম আয়কর দাতাদের তালিকায় রয়েছেন রণবীর কাপুর (১৫ কোটি), শাহরুখ খান (১৪ কোটি) ও অমিতাভ বচ্চন (৮.৭৫ কোটি)।
 
আয়কর দপ্তরের এই তথ্য গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া তৃতীয় ত্রৈমাসিক পর্যন্ত। এখনও চতুর্থ ও শেষ ত্রৈমাসিক (জানুয়ারি-মার্চ) বাকি। এরপরই জানানো হবে পুরো অর্থবছরে সর্বোচ্চ করদাতা বলিউড তারকার নাম।