English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৬ ১৫:০৩

সিক্যুয়াল হচ্ছে থ্রি ইডিয়টস্ এর?

অনলাইন ডেস্ক
সিক্যুয়াল হচ্ছে থ্রি ইডিয়টস্ এর?

 

মি. পারফেকশনিস্ট আমির খান অভিনীত ব্লকবাস্টার হিট মুভি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল তৈরি হচ্ছে কি না, তা নিয়ে জোরদার জল্পনা শুরু হয়েছে বলিউডে। আর এই জল্পনার উৎস অন্য কেউ নন, আমির খান স্বয়ং।

সম্প্রতি একটি অনুষ্ঠানে এই জল্পনা উস্কে দিয়েছেন আমির খান। তিনি বলেন, কয়েকদিন আগেই রাজুর (পরিচালক রাজকুমার হিরানি) সঙ্গে কথা হচ্ছিল। ও বলল, ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল করার মতো একটা ভাল গল্প পেয়েছে। তাই খুব শিগগিরই এ নিয়ে আমরা আলোচনায় বসতে পারি।

এর পরেই মজা করে সাংবাদিকদের উদ্দেশে আমির বলেন, দয়া করে এটাকে আর ব্রেকিং নিউজ করবেন না। যাই হোক দর্শকরা এতে খুশিই হবেন।