English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৬ ১৮:০৮

ফের একসঙ্গে ক্যাট-সালমান

অনলাইন ডেস্ক
ফের একসঙ্গে ক্যাট-সালমান

ক্যাটরিনা যে সালমানের কাছে সবসময় বিশেষ, তার প্রমাণ পাওয়া গেল আরও একবার। সম্পর্ক থাকুক না থাকুক, বন্ধুত্ব যে এখনও অটুট, এ কথা প্রকাশ পেল বিগ বসের গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানে। 

২৩ জানুয়ারি অনুষ্ঠিত বিগ বসের এ জমকালো আয়োজনে নিজের ছবি 'ফিতুর'-এর প্রমোশনে এসেছিলেন ক্যাটরিনা ও আদিত্য রায় কাপুর। অনুষ্ঠান মঞ্চে সারাক্ষণই ক্যাটের সঙ্গে মজা করে গেলেন সালমান খান। অনেক বছর পর স্টেজ শেয়ার করলেও দু'জনের স্বাচ্ছন্দ্য নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না কোনো নিন্দুকও।

কিন্তু মজার মাঝেও ক্যাটকে পাশে নিয়েই সালমান জানান, ক্যাটরিনা একজন দৃঢ় চরিত্রের নারী। কঠিন সময়ে সালমান খান যে ক্যাটরিনা কাইফের পাশে আছেন, তা এই নায়কের কথা শুনেই অনুমান করা যায়। একে অনেকে সালমান-ক্যাটের দ্বিতীয় ইনিংস বলেও ঘোষণা দিয়েছেন।