English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৬ ১৫:৪৩

আমি বলিনি ভারত অসহিষ্ণু : আমির খান

অনলাইন ডেস্ক
আমি বলিনি ভারত অসহিষ্ণু : আমির খান
ফাইল ছবি
 
অসহিষ্ণুতা ইস্যুতে দেশবাসীর সামনে নিজের ভাবমূর্তি পরিস্কার করতে তৎপর হলেন মিস্টার পারফেকশনিস্ট৷ আমির খান বলেন, মানুষ তাঁকে ভুল বুঝছেন৷ তিনি ভারতে জন্মেছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত ভারতেই থাকবেন
জনপ্রিয় ছবি 'রং দে বসন্তি'-র দশ বছর পূর্তি উপলক্ষে মুম্বইয়ের এক অনুষ্ঠানে এসেছিলেন আমির৷ বলিউড অভিনেতা বলেন, আমি দেশ ছাড়ার কথা কখনওই বলিনি৷ এখানেই জন্মেছি৷ এখানেই মরব৷ কাউকে ভুল বোঝানো হয়েছে তো কেউ আবার ভুল বুঝে আমার কথায় কষ্ট পেয়েছেন৷ তাঁদেরকে আমি স্পষ্ট করে বলতে চাই, আমি কখনওই বলিনি আমার দেশ অসহিষ্ণু৷ বিশ্বের অন্য কোনও দেশে ভারতের মতো বৈচিত্র্য নেই
বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের অসহিষ্ণুতা প্রসঙ্গে আমিরকে আক্রমণ করে বলেন, প্রতিটা দেশেই ভাল-মন্দ পরিস্থিতি আসে৷ তা নিয়ে কারুর বড় বড় কথা বলা শুরু করার মানে হয় না৷ এরপরই আমির ড্যামেজ কন্ট্রোলে নামেন৷ গত নভেম্বর মাসে অসহিষ্ণুতা নিয়ে তাঁর মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছিল