English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৬ ১৩:০০

পদ্মশ্রী সম্মান প্রিয়াঙ্কার

অনলাইন ডেস্ক
পদ্মশ্রী সম্মান প্রিয়াঙ্কার
ফাইল ছবি

 

প্রিয়াঙ্কা চোপড়ার সাফল্য এই মুহূর্তে আকাশ ছোঁয়া। এ নিয়ে কারও সন্দেহ নেই৷ সুন্দরী প্রতিযোগিতা থেকে যাত্রা শুরু করে অভিনেত্রী হিসেবে ছুঁয়ে ফেলেছেল হলিউডের মাইলস্টোন৷ এবার তার সাফল্যের মুকুটে এযাবৎ সেরা পালকটি জুড়ল৷ পেলেন ভারত সরকারের পদ্মশ্রী সম্মান৷ প্রিয়াঙ্কা জানিয়েছেন, এ সম্মান তার কাছে স্পেশাল, কেননা তিনি অর্মি অফিসারের মেয়ে৷

বছর তিনেক হল বাবাকে হারিয়েছেন প্রিয়াঙ্কা৷ বাবাকে যে তিনি প্রতিমুহূর্তে ‘মিস’ করেন তা এর আগে বহুবার জানিয়েছেন৷ এমনকি হাতে ট্যাটু করে তিনি লিখে রেখেছেন ‘ড্যাডিস লিটল গার্ল’৷ আর তাই জীবনে অন্যতম সেরা সম্মান পেয়ে তার মনে পড়েছে বাবার কথা৷

প্রিয়াঙ্কার বাবা ডা. অশোক চোপড়া ১৯৭৭ সাল থেকে সেনাবাহিনির সঙ্গে যুক্ত৷ সেনাবাহিনির চিকিৎসক হিসেবে বিশেষ খ্যাতি পেয়েছিলেন ডা. চোপড়া৷ এশিয়ার সবথেকে উঁচু সেনা হাসপাতালে সার্জারি বিভাগের প্রধান হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন৷ ১৯৯৭ সালে তিনি অবসর নেন৷ ক্যানসারে তার জীবনপ্রদীপ নেভে ২০১৩ সালে৷

দেশসেবক হিসেবে বাবার আদর্শ প্রিয়াঙ্কাকে গভীরভাবে আলোড়িত করে৷ সেনা অফিসারের মেয়ে হিসেবে তিনি যে গর্বিত এ কথা জানাতে ভোলেননি প্রিয়াঙ্কা৷ আর তাই দেশের দেওয়া সম্মানে তার মনে পড়েছে বাবার কথাই৷ অভিনয়কে পেশা করেই বিদেশের মাটিতে ভারতের নাম ছড়িয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা৷ এই মুহূর্তে হলিউডে ভারতীয় সিনেমার অন্যতম প্রধান প্রতিনিধি তিনিই৷ যোগ্য হিসেবেই এই সম্মান পেয়েছেন তিনি৷ আর সে সম্মান তার কাছে ‘স্পেশাল’ হয়ে উঠেছে তার আর্মি অফিসার বাবার কারণেই৷