English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৬ ১১:৫৪

লুকিয়ে বউয়ের সাথে প্রেম; ক্যামেরায় ধরা পড়লেন কিং খান

অনলাইন ডেস্ক
লুকিয়ে বউয়ের সাথে প্রেম; ক্যামেরায় ধরা পড়লেন কিং খান

 

স্ক্যান্ডালবিহীন জীবন তার। একজনের সাথেই সুখে-দু:খে দিব্যি কাটিয়ে দিচ্ছেন সারাজীবন।সেই বউয়ের সঙ্গে যদি লুকিয় প্রেম করতে হয় তবে কেমন লাগে বলুন? তাছাড়া আর কিইবা করার আছে। যেখানেই যান, প্রকাশ্যে কিংবা গোপনে ক্যামেরা ছুটে চলে তাদের পিছু পিছু। এবারও নিস্তার পেলেন না তারা। গোপন জিনিস আর গোপন রইল না। ঘটনার নায়ক-নায়িকা হলেন বলিউড বাদশা শাহরুখ খান ও তার স্ত্রী গৌরি খান। মধ্যরাতে মুম্বইয়ের নাইটক্লাবে ধরা পড়লেন রোম্যান্সে মগ্ন বলিউডের এই হট রিয়েল লাইফ জুটি।

আসল ঘটনাটি তবে কী? ইদানিং ছেলেমেয়েদের নিয়েই পার্টিতে যান শাহরুখ-গৌরী। আরিয়ান, সুহানা তো বটেই এমনকী ছোট্ট আব্রামও সঙ্গী হন বাবা-মায়ের। তাই শুটিংয়ের বাইরে ফ্যামিলি টাইম কাটাতে অভ্যস্ত শাহরুখের গৌরীর সঙ্গে আলাদা করে আর বেরোনোই হয় না। সে ইচ্ছের জোরেই করেই পুরনো দিনের মতো শুধু দু’জনে পার্টি করতে বেরিয়েছিলেন। চুটিয়ে ‘উই’ টাইম উপভোগ করার প্ল্যান ছিল তাঁদের। দু’জনের রাত পোশাকে ছিল কালো রঙের ছোঁয়া। এ দিন গৌরীর ডিজাইন করা পোশাকেই সেজেছিলেন কিং খান। অনেকদিন পর শাহরুখকে একান্তে পেয়ে খুশি ছিলেন গৌরীও। কিন্তু সেই নাইটক্লাবেই সে দিন হাজির ছিলেন সূর্য পাঞ্চোলি, আথিয়া শেঠি, কৃতি শ্যানন, বরুণ শর্মার মতো বলিউড তারকারা। তাই বউয়ের সঙ্গে লুকিয়ে প্রেম করা আর হল কই? তবে ওই রাতে সবার মধ্যমনি হয়ে উঠলেন শাহরুখ-গৌরী।