English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৬ ২০:০৮

চাপ কাটিয়ে মাস্তিতেই আছেন সানি

অনলাইন ডেস্ক
চাপ কাটিয়ে মাস্তিতেই আছেন সানি

আসছে শুক্রবার অর্থাত্‍ ২৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে সানি লিওনের ফিল্ম মাস্তিজাদে। ফিল্ম রিলিজের আগে বেশ খানিকটা চাপেই পড়ে গিয়েছিলেন ৩৪ বছর বয়েসি এই পর্নস্টার। কারণ, দু'দিন আগে একটি সংবাদ সংস্থা তার সাক্ষাত্‍কার নেয়। ওই সাক্ষাত্‍কারে সানিকে অনেক নেগেটিভ প্রশ্নের সম্মুখীন হতে হয়। যেহেতু তিনি একজন পর্নস্টার, তাই সেই প্রসঙ্গও আসে। যদিও সেইসব আক্রমন দিব্যি সামলে দিয়েছেন সুন্দরী সানি। তাই মাস্তিজাদে রিলিজের আগে সানি বলছেন, 'বলিউড আমাকে যে পরিমাণ সমর্থন করেছে, তা কোনওদিন ভুলতে পারব না। আমি কখনও এই দেশ কিংবা বলিউডের কাছ থেকে এতোকিছু আশা করিনি। কিন্তু এখন মাঝেমাঝে অবাক হয়ে ভাবি, কী সব ঘটছে আমার সঙ্গে! তবে, যাই ঘটুক, ভালোই লাগছে।' বোঝাই যাচ্ছে, নেগেটিভ প্রশ্নগুলো সামলে নেওয়ার পর বেশ ফুর্তিতেই আছেন সানি। ছায়া সরে গিয়ে তার মুখে এখন আবার ঝলমলে উষ্ণতার হাসি।