English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৬ ১৩:২১

রিয়েল লাইফে সানি বড় লাজুক!

অনলাইন ডেস্ক
রিয়েল লাইফে সানি বড় লাজুক!
ফাইল ছবি

রিল লাইফে তিনি যতই সাহসী হোন না কেন, রিয়েল লাইফে নিতান্তই লাজুক। নিজেই একথা জানালেন বলিউড অভিনেত্রী সানি লিওন। সংবাদসংস্থা পিটিআইকে প্রাক্তন পর্নস্টার জানিয়েছেন, ‘কোনও ইভেন্ট বা অনুষ্ঠান বা অ্যাওয়ার্ড শো-তে গেলে আমার লজ্জা লাগে। বাস্তব জীবনে আমি খুবই লাজুক। এটা শুনে অনেকেই হয়ত বিশ্বাস করতে পারবেন না। যেমনটা লোকে টেলিভিশনে দেখেন, সানি কিন্তু বাস্তব জীবনে তেমন নয়, অন্তর্মুখী’। সানি আরও বলেছেন, ‘কোনও অনুষ্ঠানে হাই, হ্যালো করি, কিন্তু খুব লজ্জাও লাগে.. অনেকেই মনে করেন যে, আমি খুব দাম্ভিক, অহঙ্কারি। কিন্তু এটা ঠিক নয়।আমি লাজুক। আমি সবসময়ই এমনটাই। খুব একটা পার্টি লাইক কিড নই’। ৩৪ বছরের অভিনেত্রী যখন বলিউডে পা রেখেছিলেন তখন পরিস্থিতি খুব একটা অনুকূল ছিল না। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। প্রথমসারির তারকারাও সোশ্যাল মিডিয়ায় তার মেসেজের উত্তর দেন। এ ব্যাপারে সানি বলেছেন, ‘আমার গ্রহণযোগ্যতা সম্পর্কে জানি না। আমি মনে করি সবাই গ্রহণ করেছেন এবং ভেবেছেন যে, আমি আর কোথাও যাব না। আমি লক্ষ্য করেছি যে, আমি টুইট করলে প্রথমসারির তারকারাও উত্তর দেন’।