English Version
আপডেট : ২৪ জানুয়ারি, ২০১৬ ১৩:১৯

এসেই বিতর্কে জড়াচ্ছেন মন্দানা

নিজস্ব প্রতিবেদক
এসেই বিতর্কে জড়াচ্ছেন মন্দানা
ফাইল ছবি

সদ্য মুক্তি পাওয়া তার অভিনীত ছবি ‘কেয়া কুল হ্যায় হাম ৩’ নিয়ে ইতিমধ্যেই বেশ উষ্ণ চর্চার ঝড় তুলেছে। এ ছবির প্রচারে চুক্তি ভঙ্গের অভিযোগে আইনি ঝামেলাতেও জড়ায় তার নাম। তিনি মনদানা কারিমি। খুব সম্প্রতি বি-টাউনের একটি সূত্রের খবর, ‘বিগ বস ৯’-এর পরই নাকি বিয়ে করতে চলেছেন ২৭ বছরের ইরানি মডেল-অভিনেত্রী! কাকে বিয়ে করতে চলেছেন মনদানা? প্রথমে কোনও স্পষ্ট উত্তর না দিলেও এ বার নিজেই এ বিষয়ে মুখ খুললেন মনদানা। তিনি যা বললেন, তাতেই চমকে উঠেছেন বি-টাউনের অনেকে। ঠিক কী বলেছেন ইরানী সুন্দরী? মনদানা বলেছেন, আমি গৌরবকেই বিয়ে করতে চাই। আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, আমি ওর সন্তানের মা হতে চাই। খুব সম্প্রতি বি-টাউনের একটি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়, মনদানা নাকি মুম্বাইয়ের ব্যবসায়ী গৌরব গুপ্তকে বিয়ে করতে চলেছেন। যার সঙ্গে ইদানীং বেশ কয়েকবার ক্যামেরায় ধরাও পড়েছেন তিনি। অর্থাৎ মিডিয়া রিপোর্টের এই দাবিকে ঘিরে এ বিষয়ে ইদানীং যে সব গুঞ্জন চলছিল তার ইতি টানলেন মনদানা নিজেই। এ বার শুধু অপেক্ষা বিয়ের দিন ক্ষণ জানার।