English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৬ ১৫:৩৯

‘পরের জন্মেও সানি লিওন হয়ে জন্মাতে চাই’ (ভিডিও)

অনলাইন ডেস্ক
‘পরের জন্মেও সানি লিওন হয়ে জন্মাতে চাই’ (ভিডিও)

 

আমি আমার জীবনকে ভালবাসি। পরের জন্মে সানি লিওন হয়েই জন্মাতে চাই- পর্নো ছবিতে অভিনয় করা নিয়ে মিডিয়া এবং বলিউডবাসীদের খোঁচাখুচির পরিপ্রেক্ষিতে আবারও এ ভাবেই শক্ত অবস্থান নিলেন সানি লিওন। এবং এত সহজে যে দুর্বল হওয়ার পাত্রী তিনি নন তাও বুঝিয়ে দিলেন।

সানি আরও বলেন, পর্নোস্টার ইমেজের বাইরেও তার আরেকটি পরিচয় আছে। সেই সানি লিওন অন্য প্রকৃতির।একেবারে লাজুক প্রকৃতির। সানি বলেন, ‘আমার সঙ্গে কেউ পাঁচ মিনিট মিশলেও বুঝতে পারবেন তাঁরা যা ভাবে আমি আসলে তা নই।

সম্প্রতি এক ইন্টারভিউয়ে সানিকে তার পর্নোস্টার ইমেজের জীবনযাপন নিয়ে প্রশ্ন করা হয়। এমনকি তাকে পর্নোস্টার সম্বোধন করে জানতে চাওয়া হয় পর্নোতারকা হিসেবে তাকে অতীত তাড়া করে বেড়ায় কি না?  উত্তরে সানি খুব সংযত থেকেই তিনি এর উত্তর দেন। তিনি বলেন,  যা করেছি বেশ করেছি। আমি ওসব নিয়ে ভাবিই না।

উল্লেখ্য যে, সানির লিওনের অতীত জীবন নিয়ে খোঁচা দেওয়ার পর তার পাশে দাঁড়িয়েছিলেন বলিউডের বড় অংশ। সিএনএন-আইবিএন এ দেয়া সেই টিভি ইন্টারভিউয়ের পর সানি তার ভক্তদের ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন। তার পাশে থাকার জন্য তিনি তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সানি লিওনের সেই ভিডিওটি পাঠকদের জন্য দেয়া হলো...