English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৬ ১৪:৩৯

বলিউড তারকা অসিন-রাহুলের বিয়ের ছবি ফাঁস

অনলাইন ডেস্ক
বলিউড তারকা অসিন-রাহুলের বিয়ের ছবি ফাঁস

 

কঠোর গোপনীয়তার মাঝে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হলেও অসিন-রাহুলের বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।এই প্রযুক্তির যুগে আসলেই কিছু গোপন রাখা আসলেই মুশকিল। জানুয়ারির ১৯ তারিখে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। যথারীতি নির্দিষ্ট দিনেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বলিউডের অভিনেত্রী অসিন ও মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠাতা রাহুল শর্মা। প্রথমে খ্রিষ্টীয় রীতিতে, এরপর খানিকটা গোপনীয়তা বজায় রেখে হিন্দু রীতিতে। গতকাল ২০ জানুয়ারি সামাজিক যোগাযোগের মাধ্যমে ফাঁস হওয়া এক ছবিতে দেখা গেছে, হিন্দু রীতিতে বিয়ে করছেন অসিন ও রাহুল।

‘গজনী’, ‘রেডি’, ‘বোল বচ্চন’, ‘হাউসফুল-২’ ছবির মতো সুপারিহিট ছবির অভিনেত্রী অসিনের দুইদিনব্যাপী বিয়ের অনুষ্ঠান সম্পর্কে রাহুল শর্মা জানিয়েছিলেন, এটা হবে একটা ঘরোয়া আয়োজন। শুধু পরিবারের সদস্য এবং কাছের বন্ধুরাই এতে উপস্থিত থাকবেন। তবুও জানা গেছে সেই অনুষ্ঠানে ১০০ জন অতিথি আমন্ত্রিত ছিলেন। অসিন ও রাহুলের ইচ্ছানুযায়ী বিয়ের খাবার-দাবাড় ছিল নিরামিষ। অনুষ্ঠানে অসিন-রাহুলের ঘনিষ্ঠ বন্ধু বলিউডের ‘খিলাড়ি’খ্যাত তারকা অভিনেতা অক্ষয় কুমার পাশে থেকে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।

অসিনের বিয়ের নিমন্ত্রণপত্রটি সবার আগে পেয়েছিলেন বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। নিমন্ত্রণপত্রটির ছবি তিনি ট্যুইটারেও আপলোড করেন। ছবির সাথে টুইট বার্তায় লিখেছিলেন, ‘আমার দুই কাছের বন্ধু অসিন ও রাহুলের বিয়ের কার্ড পেয়ে খুবই আনন্দিত আমি। তোমাদের দুজনকে সুখী দেখতে চাই।’

 

 

 

 

 

এর আগে বিভিন্ন মাধ্যেমে জানা গিয়েছিল, জানুয়ারির ১৯ ও ২০ তারিখে অসিনের বিয়ের অনুষ্ঠান হবে রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে। মেহেদি হবে ১৯ জানুয়ারি। বিয়ের কার্যক্রম হিন্দু ও খ্রিষ্টান দুই রীতিতেই হবে। কিছুদিন আগে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় বলিউডের অভিনেত্রী অসিনকে দেখা গিয়েছিল রাহুল শর্মার সঙ্গে। অসিনের আঙুলে জ্বলজ্বল করছিল বাগদানের হিরের আংটি। সে সময় বলিউডের একটি সংবাদমাধ্যম জানিয়েছিল, এই জানুয়ারিতেই শিল্পোদ্যোক্তা রাহুল শর্মার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন অসিন। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটল।

 

 

 

 

 

জানুয়ারির ২৩ তারিখে মুম্বাইতে হবে অসিন-রাহুলের বিয়ের অভ্যর্থনা অনুষ্ঠান। হাতে গোনা কয়েকজনকেই শুধু নিমন্ত্রিত অতিথির তালিকায় রাখা হয়েছে।