English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৬ ১৩:৫২

সালমানের গানে নাচবেন পরী

নিজস্ব প্রতিবেদক
সালমানের গানে নাচবেন পরী

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ স্মরণে তার অভিনীত জনপ্রিয় পাঁচটি গানে নাচবেন বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা পরীমনি। তবে তিনি একা নন, তার সঙ্গে নাচবেন জনপ্রিয় অভিনেতা সজলও। অবশ্য এ নাচটি কেনো সিনেমার জন্য নয়; আরটিভির ‘স্ট্যার অ্যাওয়ার্ড ২০১৫’র তারা জমকালো মঞ্চে পরীমনির আকর্ষণ।

আজ(বৃহস্পতিবার) সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসবে এবারের ‘স্ট্যার অ্যাওয়ার্ডের’ আসর। এ আসরে ছোট পর্দার তারাদের সঙ্গে সিনে দুনিয়ার তারারও উপস্থিত থাকবেন। জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে আরটিভি।