English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৬ ১৩:২৮

ডিক্যাপ্রিও'র জন্য ক্যাটের প্রার্থনা

অনলাইন ডেস্ক
ডিক্যাপ্রিও'র জন্য ক্যাটের প্রার্থনা

 

'টাইটানিক' ছবিতে তাদের প্রেম আর জাহাজডুবিতে অকাল বিচ্ছেদ দেখে কেঁদেছিলেন অসংখ্য প্রেমিক জুটি। দেশ-শহর, ভাষা নির্বিশেষে সারা পৃথিবীর বিপুল মানুষকে নাড়িয়ে দিয়েছিল দেড় দশক আগে মুক্তি পাওয়া হলিউডের সিনেমা 'টাইটানিক'। অনেকেই একাধিকবার দেখেছেন সেই ছবি। 'টাইটানিকে' নায়ক 'জ্যাকে'র চরিত্রে ছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও, আর নায়িকা 'রোজে'র চরিত্রে রূপ দেন কেট উইন্সলেট।

 

এরপর একসঙ্গে অনেক ছবিতে অভিনয় করেছেন ডিক্যাপ্রিও-কেট। তবে ভালো অভিনয়ের পরও 'অস্কার' পুরস্কারের শিকে ছেঁড়েনি ডিক্যাপ্রিওর। এতে তার পাশাপাশি ভক্তদের মনেও হয়তো রয়েছে হত্যাশা। সেই হতাশা দূর করতেই এবার মুখ খুললেন কেট। বলেই দিলেন, এবার ডিক্যাপ্রিও যেন অস্কার পুরস্কার পান- সেটাই চান তিনি। ৪০ বছর বয়সী কেটের মতে, ডিক্যাপ্রিও এ বছর অস্কার পাবেনই।
 
‘দ্য রেভেন্যান্ট’ ছবির জন্য এ বছরের অস্কারে সেরা অভিনেতার দৌঁড়ে রয়েছেন ৪১ বছর বয়সী অভিনেতা ডিক্যাপ্রিও। একই সঙ্গে ‘স্টিভ জবস’ ছবিতে কেটের সহ-অভিনেতা মাইকেল ফ্যাসবেন্ডারও অস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন।
 
কেট বলেন, পাঁচ বার অস্কারে মনোনয়ন পেয়েছিল ডিক্যাপ্রিও। কিন্তু একবারও এ পুরস্কার হাতে পায়নি। এটা খুব দুঃখের। আমার তো মনে হয় আমার মতো অনেকেই চান সে যেন এবার অস্কারটা পায়।
 
আগামী ২৮ ফেব্রুয়ারি জানা যাবে কারা পাচ্ছেন ২০১৬ সালের অস্কার পুরস্কার।
 
সম্প্রতি কেট আর ডিক্যাপ্রিও দু'জনই জিতেছেন 'গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড'। 'স্টিভ জবস' ছবির জন্য বেস্ট সাপোর্টং অ্যাক্ট্রেসের পুরস্কার পান কেট। আর ‘দ্য রেভেন্যান্ট’-এর জন্য বেস্ট অ্যাক্টর ইন ড্রামা বিভাগে পুরস্কার পান ডিক্যাপ্রিও।
সূত্র : বিবিসি, হাফিংটন পোস্ট।